Dilip Ghosh: মুখ্যমন্ত্রীকে সিবিআই ডাকলেই সত্য সামনে আসবে: দিলীপ ঘোষ | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: 'মুখ্যমন্ত্রীকে সিবিআই ডাকলেই সত্য সামনে আসবে, সেই দিনটা আসতে চলেছে', বলছেন দিলীপ ঘোষ। কলকাতা পুলিশ কমিশনারকেও সিবিআইয়ের তলব করা উচিত বলে দাবি তাঁর।
আর জি কর মেডিক্য়াল কলেজে চিকিৎসককে ধর্ষণ-খুনের প্রতিবাদে তোলপাড় গোটা দেশ। বিচারের দাবিতে কর্মবিরতি চালাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। প্রতিবাদে নেমেছে দেশের চিকিৎসক সংগঠনগুলিও। বাংলার পাশাপাশি বিভিন্ন রাজ্য়ে চলছে চিকিৎসকদের কর্মবিরতি। এরই মধ্যে এবার দুই চিকিৎসক কুণাল সরকার ও সুবর্ণ গোস্বামীকে তলব করেছে লালবাজার। কলকাতা পুলিশ সূত্রে দাবি, আর জি করকাণ্ডে নিহত চিকিৎসকের পরিচয় প্রকাশ্য়ে আনা ও গুজব ছড়ানোর অভিযোগে তাঁদের তলব করা হয়েছে। আর জি করকাণ্ড নিয়ে সোশাল মিডিয়ায় ধারাবাহিকভাবে সরব চিকিৎসক কুণাল সরকার।
আরজি কর কাণ্ডের প্রতিবাদে বীরভূমের রামপুরহাটে মিছিল স্টুডেন্ট ইউনিয়নের। বিচারের দাবিতে একজোট হল ছাত্রছাত্রীরা।