Dilip Ghosh: 'এই কাজ সিবিআই করলে কেন্দ্রের বিরুদ্ধে আওয়াজ উঠত', কোন প্রসঙ্গে বললেন দিলীপ?
Barasat Update: এবার অপহরণের অভিযোগে গ্রেফতার হলেন তৃণমূল কাউন্সিলর। বারাসাত পুরসভার ২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মিলন সর্দারের বিরুদ্ধে ত্রিপুরার ব্যবসায়ীকে অপহরণ করে বিরাট অঙ্কের মুক্তিপণ দাবি করার অভিযোগ উঠেছে। সেপ্টেম্বরের একদম শুরুতে ত্রিপুরার এক ব্যবসায়ীকে খড়দার একটি আবাসনের পার্কিং লট থেকে অপহরণের ঘটনা শোরগোল ফেলেছিল। এক পরিচিতের বাড়িতে এসেছিলেন ওই ব্যবসায়ী । সেই সময়ই আবাসনের নিচে পার্কিং লট থেকে তাঁকে অপহরণ করা হয় । তারপরই ঘটনার তদন্তে নামে পুলিশ ও পরে সিআইডি । আগেই গ্রেফতার করা হয়েছিল ৭ জনকে। আর এবার তাদের জেরা করে উপযুক্ত যোগসূত্র পেয়ে গ্রেফতার করা হল বারাসাত পুরসভার ২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মিলন সর্দারকে। সেপ্টেম্বরের শুরুতে অস্ত্র দেখিয়ে তাঁকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যায় কয়েকজন দুষ্কতী। এর পরে তাঁকে আটকে রাখা হয় বারাসাতেরই একটি আবাসনের ফ্ল্যাটে। পুলিশ সূত্রে খবর, গত ২ সেপ্টেম্বর খড়দার অভিজাত আবাসনে বান্ধবীতে ছিলেন ত্রিপুরার ওই ব্যবসায়ী। সেই সময় বাড়ির পার্কিং লট থেকে তাঁকে অপহরণ করে মুক্তিপণ চাওয়া হয়। ABP Ananda Live