Mamata Banerjee: 'শস্য-সবজির জন্য কোল্ড স্টোরেজ করুন', মূল্যবৃদ্ধি নিয়ে বৈঠকে বললেন মমতা
সব্জির দাম আকাশছোঁয়া, নবান্নে মূল্যবৃদ্ধি নিয়ে বৈঠক মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee0। এদিন মুখ্যমন্ত্রী বলেন, কিছু জিনিসের দাম আগের বছরের তুলনায় বেড়েছে। আলু, পেঁয়াজ, রসুন, বেগুন, সসা, কাঁচা লঙ্কা, টমেটো পটল, ভেন্ডি- সব কিছুর কিছুর দাম বেড়েছে। এখন সবাই বাজারে যেতে ভয় পাচ্ছে।' মূল্যবৃদ্ধির জন্য কাকে দায়ী করলেন মুখ্যমন্ত্রী ? মুখ্যমন্ত্রী বলেন, 'বর্ষা আসার পরেও দাম কমার কোনও লক্ষণ নেই। পেঁয়াজ আগের বার ছিল ৩৫ টাকা, এবার ৫০ টাকা। লাউ আগের বার ছিল ৪০ টাকা, এবার ৫০ টাকা। শশা আগের বার ছিল ৬০ টাকা, এখন ৭৫ টাকা। অন্য রাজ্যে আলুর দাম চলছে ৪৫ টাকা, পেঁয়াজ ৭০ টাকা। বাজারে পেঁয়াজের যা দাম, তা কমাতে হবে। সুফল বাংলা স্টলে ১০-১৫ শতাংশ কমে পাওয়া যাচ্ছে। শুধু নাসিকের পেঁয়াজের উপর ভরসা করলে চলবে না।'মুখ্যমন্ত্রীর প্রশ্ন, 'আমরা কেন চাষিদের কাছ থেকে আরও বেশি করে কিনছি না ? পেঁয়াজের স্টোরেজের জন্য ৪ হাজার পেঁয়াজ গোলা তৈরি করেছি। আমার পেঁয়াজ চলে যাচ্ছে বাংলাদেশে।আগে রাজ্য, তার পরে বাইরে, পেঁয়াজ যাচ্ছে বাইরে', স্পষ্ট করেন মমতা।