(Source: ECI/ABP News/ABP Majha)
North 24 Parganas: বেআইনিভাবে জলাভূমি ভরাট রুখতে উদ্যোগী পুরসভা! কী বলছেন কাউন্সিলর? ABP Ananda Live
নিউ ব্যারাকপুরে অবৈধভাবে (Illegal Pond Feeling) জলাভূমি ভরাট রুখতে কাউন্সিলরের তৎপরতার জেরে অবশেষে উদ্যোগী পুরসভা। ৭ নম্বর ওয়ার্ডের কাজি নজরুল স্মরণীর ঝিল থেকে মাটি তোলার কাজ শুরু করলেন পুরকর্মীরা। গতকালই জলাভূমি ভরাট রুখতে নিউ ব্যারাকপুর পুরসভার দ্বারস্থ হন তৃণমূল কাউন্সিলর জয়গোপাল ভট্টাচার্য। ঝিল ভরাট করে দোকান ও বাড়ি তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। একাধিকবার প্রতিবাদ করে কাজ না হওয়ায় পুরপ্রধান প্রবীর সাহার দ্বারস্থ হন গোপাল ভট্টাচার্য। অভিযোগে পেয়ে কড়া পদক্ষেপের আশ্বাস দেন পুরপ্রধান। ২৪ ঘণ্টার মধ্যেই ঝিল থেকে মাটি তোলার কাজ শুরু করলেন পুরকর্মীরা। পুরসভার সক্রিয় ভূমিকায় খুশি কাউন্সিলর।
শনিবার পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাজি নজরুল স্মরণির ঝিল থেকে মাটি তোলার কাজ শুরু করলেন পুরকর্মীরা। গত ২৪ তারিখ নবান্নে প্রশাসনি বৈঠকের পর জলাজমি ভরানো নিয়ে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী।