Durga Puja 2025 : হরিদেবপুর বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের ৬০তম বর্ষে, থিম 'টানাবানা'
ABP Ananda LIVE : হরিদেবপুর বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের ৬০তম বর্ষে, তাদের এবছরের থিম 'টানাবানা'। বেনারসি শাড়ি কীভাবে তৈরি হত, আদি থেকে বর্তমান শাড়ির চলকে মণ্ডপসজ্জায় ফুটিয়ে তোলা হয়েছে। এবছর শারদ আনন্দের সেরার সম্মানে পারস্পরিক ভাবনায় সম্মান জিতে নিল হরিদেবপুর বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব।
আরও পড়ুন...
পঞ্চমীতে প্রবল বৃষ্টি, তবে ষষ্ঠী থেকে আবহাওয়া নিয়ে আশার খবর? কী জানাচ্ছে আবহাওয়া দফতর ?
পুজো প্রায় চলেই এল বললেই হয়। তবে কলকাতায় পুজো কার্যত শুরু হয়ে গিয়েছে বললেই হয়। ইতিমধ্যেই মণ্ডপে মণ্ডপে ভিড় জমাতে শুরু করেছেন দর্শকেরা। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছিল। তবে তার মধ্যেই ঠাকুর দেখতে রাস্তায় নেমে পড়েছিলেন সাধারণ মানুষ। এমন ছবিও ধরা পড়েছে যে ছাতা ও রেনকোট পরে মণ্ডপে মণ্ডপে ঘুরে বেড়াচ্ছেন সাধারণ মানুষ। তবে সবাই কার্যত আতঙ্কে রয়েছেন যে, পুজোর সময় আবহাওয়া কেমন থাকবে? বৃষ্টিতে ভাসবে শহর নাকি কিছুটা উন্নতি হবে আবহাওয়ার? আজ কী জানাল আবহাওয়া দফতর? নজর রাখা যাক।
আবহাওয়া দফরত জানাচ্ছে, পুজোয় এই বছর হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজও কলকাতার বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হয়েছে। এর আগে শোনা গিয়েছিল, পঞ্চমী থেকে বাড়বে বৃষ্টি, গোটা পুজোতেই বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে আবহাওয়া দফতর সূত্রে পাওয়া খবর অনুযায়ী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। রাজ্য জুড়ে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।



















