(Source: ECI/ABP News/ABP Majha)
East Medinipur:তালাবন্ধ স্কুল, বারান্দায় বসে পরীক্ষা দিতে হল প্রাথমিকের ক্ষুদে পড়ুয়াদের| Bangla News
ক্লাস রুমের তালা বন্ধ। তাই পশ্চিম মেদিনীপুরের এক স্কুলে, বারান্দায় বসে মিড টার্ম পরীক্ষা দিতে হল প্রাথমিকের ক্ষুদে পড়ুয়াদের। আজ সকালে এই ঘটনা ঘটেছে মেদিনীপুর শহরের একটি হাইস্কুলে। এই হাইস্কুল চত্বরেই রয়েছে প্রাথমিক স্কুল। অভিভাবকদের অভিযোগ, হাইস্কুল কর্তৃপক্ষ সকালে ক্লাসরুমের তালা খোলেনি। তার জন্য বারান্দায় বসে পরীক্ষা দিতে হয় প্রাথমিকের পড়ুয়াদের। খবর জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা। হাইস্কুলের প্রধান শিক্ষকের বাড়িতে গিয়ে একদফা বিক্ষোভ দেখানো হয়। এরপর স্কুলে চলে আসেন প্রধান শিক্ষক। সে সময় তাঁকে হেনস্থাও করা হয় বলে অভিযোগ। ঘটনাস্থলে যায় কোতোয়ালি থানার পুলিশ। এরপর খুলে দেওয়া হয় ক্লাসরুমের তালা।
হাইস্কুলের প্রধান শিক্ষকের দাবি, প্রাথমিক স্কুলের পরীক্ষা ছিল বলে তাঁদের জানা ছিল না। যেহেতু উচ্চমাধ্যমিক পরীক্ষা চলছিল, তাই সকালে তালাবন্ধ ছিল ক্লাসরুম।