Partha Chatterjee: নিয়োগ দুর্নীতিতে প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সরাসরি অভিযুক্ত বলে বিস্ফোরক ইডি। Bangla News
SSC দুর্নীতিকাণ্ডে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে আদালতে বিস্ফোরক ইডি। নিয়োগ দুর্নীতিতে প্রাক্তন মন্ত্রীকে সরাসরি অভিযুক্ত বলে দাবি। আদালতে ইডি-র দাবি, পার্থ-ঘনিষ্ঠ অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া প্রায় ২৮ কোটি টাকা চাকরি-বিক্রির টাকা। এই টাকা অর্পিতার ফ্ল্যাটে রেখেছিলেন পার্থ। আদালতে ইডি-র দাবি, বেলঘরিয়ার যে ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে, সেই ঠিকানায় পার্থর পরিবারের এক ঘনিষ্ঠের অফিস রয়েছে। পার্থকে SSC দুর্নীতিতে সরাসরি অভিযুক্ত করে আদালতে ইডি-র দাবি, তিনি শিক্ষামন্ত্রী থাকাকালীন নিয়োগ প্রক্রিয়া মেধার ভিত্তিতে নয়, সুপারিশের ভিত্তিতে হয়েছিল। ইডি-র আরও দাবি, SSC গ্রুপ ডি-র চাকরি-দুর্নীতিতেও পার্থ চট্টোপাধ্যায়ের যোগ স্পষ্ট। পার্থর বাড়ি থেকে উদ্ধার হয়েছে ইন্দ্রনীল ভট্টাচার্য নামে এক পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ড। ময়নাগুড়ির প্রাক্তন তৃণমূল বিধায়ক অনন্তদেব অধিকারীর সুপারিশ-পত্রেও এই ইন্দ্রনীলের নাম রয়েছে বলে আদালতে দাবি ইডি-র।