Fake Voetrs: ভূতুড়ে ভোটার খুঁজে দিলেই মিলবে পুরস্কার ! ঘোষণা দার্জিলিংয়ের তৃণমূল নেত্রীর
ABP Ananda Live: ভূতুড়ে ভোটার খুঁজে দিলেই এবার মিলবে পুরস্কার ! কর্মিসভা থেকে ঘোষণা দার্জিলিংয়ের তৃণমূল নেত্রীর। যে যত ভুয়ো ভোটার খুঁজে দেবে, তাঁকেই দেওয়া হবে পুরস্কার ! কর্মিসভায় ভূতুড়ে ভোটার খুঁজতে 'উপহারের' ঘোষণা দার্জিলিং জেলা (সমতল) তৃণমূল নেত্রী পাপিয়া ঘোষের। ভূতুড়ে ভোটারের খোঁজ দিলে কী ধরণের পুরস্কার মিলবে, জানাননি তৃণমূল নেত্রী পাপিয়া ঘোষ।
বাগদার তৃণমূল কর্মী, ভারত ও বাংলাদেশ, দু'দেশের ভোটার তালিকাতেই তাঁর নাম রয়েছে! নথি সামনে এনে চাঞ্চল্যকর অভিযোগ বিজেপির । উত্তর ২৪ পরগনার বাগদার বয়রা গ্রাম পঞ্চায়েত এলাকার তৃণমূল কর্মী সহিদুল বিশ্বাস । বিজেপির দাবি, তৃণমূল কর্মী সহিদুল আদতে বাংলাদেশের যশোরের চৌগাছার বাসিন্দা । বিজেপির আরও অভিযোগ, বাংলাদেশের নাগরিক হয়েও ভারতের ভোটারকার্ড পেয়ে গিয়েছেন তিনি
নথি-সহ বিষয়টি জেলাশাসককে জানানো সত্ত্বেও কোনও জবাব মেলেনি, অভিযোগ পদ্ম শিবিরের অভিযোগ উড়িয়ে তৃণমূল কর্মী সহিদুল বিশ্বাসের দাবি, জন্মসূত্রে তাঁরা এদেশেরই বাসিন্দা
সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচীর নাম সুপারিশ করল কলেজিয়াম
সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচীর নাম সুপারিশ করল কলেজিয়াম। ২০১১-তে কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসাবে শপথ নেন জয়মাল্য বাগচী। ২০২১ সালে অন্ধ্রপ্রদেশ হাইকোর্টে বদলি হন। সে বছরই আবার কলকাতা হাইকোর্টে ফিরে আসেন বিচারপতি জয়মাল্য বাগচী। এবার সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নাম সুপারিশ। ২০৩১ সালে দেশের প্রধান বিচারপতি হতে পারেন জয়মাল্য বাগচী। এদিকে ওড়িশা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ টন্ডনের নামও সুপারিশ করেছে কলেজিয়াম।



















