Farakka News: ফরাক্কায় নিহত নাবালিকার পরিবারের দাবিতেই সিলমোহর | ABP Ananda LIVE
ABP Ananda Live: ফরাক্কায় নিহত নাবালিকার পরিবারের দাবিতেই সিলমোহর। ৯ বছরের বলিকাকে ধর্ষণ করে খুন, উল্লেখ ময়নাতদন্তের রিপোর্টে। প্রথম থেকেই নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ করে পরিবারের। পুলিশের বিরুদ্ধে ধর্ষণের মমলা রুজু করতে গড়িমাসির অভিযোগ করে পরিবার। মৃতদেহ উদ্ধারের ৬ দিনের মাথায় ঘটনাস্থলে ফরেন্সিক টিম। রবিবার ফরাক্কায় নাবালিকার বস্তাবন্দি দেহ উদ্ধার।
আরও খবর..
কোথায় মুখ্যমন্ত্রীর মানবিকতা ? প্রশ্ন তুললেন জুনিয়র চিকিৎসকরা। এদিন ক্ষোভে ফেঁটে পড়েন জুনিয়র ডাক্তার দেবাশিস হালদার। এদিন সাংবাদিক সম্মেলনে জুনিয়র ডাক্তারদের তরফে তিনি বলেন, '১৩ টা দিন হয়ে গিয়েছে। আমরা কোনও মানবিক উত্তর পাচ্ছি না। আমরা কোনও মানবিকতার লেশ মাত্র পাচ্ছি না।'
আইয়ের আবেদন, নার্কো টেস্টে সম্মতি দিলেন না সন্দীপ ঘোষ। পলিগ্রাফ টেস্টে সম্মতি দিলেন না ধৃত টালার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। নার্কো টেস্টে সম্মতি দিলেন না আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ।