NEET Scam: NEET UG নিয়ে FIR দায়ের করে CBI তদন্ত শুরু, সত্যি প্রকাশে অপেক্ষা?
NEET UG নিয়ে FIR দায়ের করে CBI তদন্তে নেমেছে। কেন্দ্রীয় এজেন্সির তরফে প্রেস বিবৃতি দিয়ে জানানো হয়েছে, এনিয়ে তদন্তের জন্য়, অগ্রাধিকার দিয়ে আলাদা টিম গঠন করা হয়েছে। স্পেশাল টিমকে পাটনা এবং গোধরাতেও পাঠানো হয়েছে।
৫ মে, বিদেশের ১৪টি শহর-সহ মোট ৫৭১টি শহরের ৪ হাজার ৭৫০টি সেন্টারে, NEET UG নেয় NTA অর্থাৎ ন্য়াশনাল টেস্টিং এজেন্সি। পরীক্ষায় বসে ২৩ লক্ষের বেশি পরীক্ষার্থী। পরীক্ষা চলাকালীন কয়েকটি রাজ্য়ে বিচ্ছিন্নভাবে কিছু ঘটনা ঘটে।
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের তরফে CBI-কে অনুরোধ করা হয়, ষড়যন্ত্র, প্রতারণা, নকল, বিশ্বাসভঙ্গ, তথ্য়লোপাট-সহ যাবতীয় অনিয়মের অভিযোগ নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত করতে। মন্ত্রকের তরফে বলা হয়, কোনও সরকারি কর্মী এতে জড়িত থাকলে তার ভূমিকাও খতিয়ে দেখতে।
সেই মতো CBI ফৌজদারি মামলা রুজু করে তদন্তে নেমেছে। অগ্রাধিকার দিয়ে গঠন করা হয়েছে আলাদা টিম। স্পেশাল টিমকে পাটনা এবং গোধরায় পাঠানো হয়েছে। যেখানে স্থানীয় পুলিশ মামলা রুজু করেছে।