Ghanta Khanek Sange Suman (০৬.০১.২০২৫) পর্ব ২: দলেই রয়েছে মালদার তৃণমূল নেতা খুনের ষড়যন্ত্রী? বিস্ফোরক ইঙ্গিত নিহতের স্ত্রীর | ABP Ananda LIVE
ABP Ananda Live: বেঙ্গালুরু, আমেদাবাদের পর কলকাতাতেও HMP ভাইরাস! ফিরতে চলেছে কোভিড-কালের আতঙ্ক? নাকি ভয় দেখানোর ব্যবসা? বেঙ্গালুরুতে আক্রান্ত দুই শিশু, সতর্কবার্তা কর্ণাটকে। আতঙ্ক ছড়ানো ভাইরাল ভিডিও আদৌ চিনের, না জাল? বিরোধী নয়, দলেই রয়েছে মালদার তৃণমূল নেতা খুনের ষড়যন্ত্রী? নিহতের স্ত্রীর বিস্ফোরক ইঙ্গিতে তোলপাড় রাজনীতি, এখনও অধরা মাস্টারমাইন্ড 'বাংলাদেশের জেলে ভারতীয় মৎস্যজীবীদের হাত বেঁধে বেধড়ক মারধর'। বাংলাদেশ-ফেরত মৎস্যজীবীদের মঞ্চে তুলে সরব মুখ্যমন্ত্রী।
নেপালে ভূমিকম্পের তীব্রতার মাত্রা রিখটাল স্কেলে ৭.১
২০১৫ সালের এপ্রিল মাসে ভয়াবহ ভূমিকম্প হয় নেপালে। ভূমিকম্পের জেরে এভারেস্টেও তুষারধস নামে। সেই সময়ে মৃতের সংখ্যা ২হাজার ৪০০ ছাড়িয়েছিল।সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে যায় কাঠমাণ্ডু, পোখরা-সহ নেপালের বিস্তীর্ণ এলাকা। কাঠমান্ডুর পরিচয় পাটন স্কোয়ার মন্দির ভেঙে চুরমার হয়ে যায়। ধ্বংস হয়ে যায় নেপালের একাধিক রাস্তা। নিশ্চিহ্ন হয়ে যায় বহু হাসপাতাল, বাড়ি। ধুলিসাৎ হয়ে যায় কাঠমান্ডুর দরবার স্কোয়ার। সর্বস্ব হারিয়ে দিনের পর দিন রাস্তায় কাটাতে বাধ্য হন হাজার হাজার মানুষ।