Birati Waterlogged: টানা বৃষ্টিতে জলমগ্ন এলাকা, সেই জমা জলই এবার কাড়ল একরত্তির প্রাণ
ABP Ananda LIVE: টানা বৃষ্টিতে জলমগ্ন এলাকা। সেই জমা জলই এবার কাড়ল একরত্তির প্রাণ। উত্তর ২৪ পরগনার বিরাটিতে, ঘরের মধ্যে জমে থাকা জলে মর্মান্তিক মৃত্যু হল পাঁচ মাসের শিশুকন্যার। উত্তর দমদম পুর হাসপাতাল ও পরবর্তীতে, বিসি রায় শিশু হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয় তাকে। গোটা ঘটনায় তুমুল শোরগোল এলাকায়। কিন্তু শিশুমৃত্যুর দায় কার? তা ঘিরেও রাজনীতির কাদা ছোড়াছুড়ি শুরু রাজনৈতিক মহলে।
'তেজস্বী যাদবের দুটি ভোটার কার্ড রয়েছে!' দাবি বিজেপি নেতা অমিত মালব্যর
বিহারে খসড়া ভোটার তালিকা থেকে খোদ বিরোধী দলনেতার নাম বাদের অভিযোগ। খসড়া ভোটার তালিকায় নেই নাম, দাবি লালুপুত্র তেজস্বী যাদবের। ভোটার তালিকা থেকে আমার নাম বাদ গিয়েছে, দাবি তেজস্বী যাদবের। তেজস্বী যাদবের অভিযোগ উড়িয়ে দিল নির্বাচন কমিশন। 'তেজস্বী যাদবের অভিযোগের ভিত্তিতে তদন্ত হয়েছে। বিহার ভেটেরনারি কলেজ লাইব্রেরি ভবনের ২০৪ নম্বর বুথে নাম রয়েছে। 'তেজস্বী যাদবের দুটি ভোটার কার্ড রয়েছে!' দাবি বিজেপি নেতা অমিত মালব্যর


















