Buddhadeb Bhattacharjee Demise: প্রয়াত ৩ বারের মুখ্যমন্ত্রী, আজ এনআরএসে দেহদান। ABP Ananda Live
বাম দুর্গের শেষ সেনাপতির বিদায়। অসুস্থতার সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পরে ৮০ বছর বয়সে জীবনাবসান।
দীর্ঘদিন ধরেই ফুসফুসের সংক্রমণ। প্রাতরাশের পরেই COPD অ্যাটাক। কাজ হল না বাইপ্যাপেও। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর মৃত্যু।
প্রয়াত ৩ বারের মুখ্যমন্ত্রী। চক্ষুদানের পর আজ এনআরএসে দেহদান। পিস ওয়ার্ল্ডে থাকবে দেহ। আজ সকাল ১১টায় বিধানসভা ঘুরে দেহ যাবে আলিমুদ্দিনে।
আর নেই বুদ্ধবাবু। খবর পেয়েই পাম অ্যাভেনিউয়ের ফ্ল্যাটে গেলেন মুখ্যমন্ত্রী। পূর্ণ দিবস ছুটি ঘোষণা। (ফোনো...পূর্ণ মর্যাদায় শেষ শ্রদ্ধা জানাবে রাজ্য সরকার)
বুদ্ধবাবুর প্রয়াণের পর পাম অ্যাভিনিউয়ের ফ্ল্যাটে গেলেন মুখ্যমন্ত্রী। সমবেদনা জানালেন মীরাদেবী, সুচেতনকে।
বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়ানে শোকবার্তা প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। মীরা ভট্টাচার্যকে ফোন করে সমবেদনা রাহুল গাঁধীর। পরিবারকে সমবেদনা জানালেন রাজ্যপাল।
ফ্ল্যাট থেকে কর্মস্থল। চারিদিকে ছড়িয়ে বুদ্ধবাবুর স্মৃতি। প্রাক্তন ছাত্রকে শ্যামবাজারের স্কুলে শেষশ্রদ্ধা। স্মৃতিচারণায় দীর্ঘদিনের গাড়ির চালক।
এখনও অশান্ত বাংলাদেশ। প্যারিস থেকে ঢাকা ফিরেই অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নিলেন নোবেলজয়ী ইউনূস। আর হিংসা হবে না বলে আশ্বাস।
নৈরাজ্যের আবহেই বাংলাদেশের অন্তর্বর্তী প্রধান ইউনূস। আশাকরি স্বাভাবিক হবে পরিস্থিতি। সুনিশ্চিত করুন সংখ্যালঘুদের সুরক্ষা, শুভেচ্ছা জানিয়ে বার্তা মোদির।
বাঁকুড়ার মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে ফের দুর্ঘটনা, আগুনে ঝলসে ইঞ্জিনিয়ার-সহ ৫ জন আহত। মেরামতির কাজ চলার সময় হঠাৎ ইলেক্ট্রিক ব্রেকার থেকে আগুন।
টোকিওর পর প্যারিসেও পদক। কুস্তি-বিতর্কের মধ্যেই অলিম্পিক্সে ভারতের চতুর্থ ব্রোঞ্জ। স্পেনকে ২-১ গোলে হারিয়ে জয় হরমনপ্রীতদের।
প্যারিসে সোনা হাতছাড়া নীরজের। ৯২ মিটার পার করে জ্যাভলিনে সোনা পাকিস্তানের আরশাদ নাদিমের। রুপোতেই সন্তুষ্ট থাকতে হল নীরজকে।