Ghatal News : ঘাটালকে ঘিরে রাজ্য রাজনৈতিক সংঘাত তুঙ্গে, এবার দেবকে আক্রমণে শুভেন্দু অধিকারী
ABP Ananda LIVE : পাখির চোখ ছাব্বিশের ভোট। এদিকে ভারী বর্ষণের জেরে ফের জল-যন্ত্রণায় জর্জরিত রাজ্যের বাসিন্দারা। ঠিক এহেন মুহূর্তেই দেবকে সঙ্গে নিয়ে ঘাটালে গিয়ে ঘাটাল মাস্টার প্ল্যান আটকে থাকার জন্য কেন্দ্রকে দায়ী করেছিলেন মমতা। পাশাপাশি তিনি ঘোষণা করেন, 'রাজ্য সরকার দেড় হাজার কোটি টাকা দিচ্ছে।' ঠিক ৪৮ ঘণ্টা পর এবার ঘাটালকে নিয়ে বড় ঘোষণা এবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।
'পৃথিবীর সর্বোশ্রেষ্ঠ মিথ্যেবাদী' বলে আক্রমণ করে, 'আজ উত্তর দিতে এসেছি' বলেন শুভেন্দু। তিনি বলেন, '৩৪ বছর সিপিএম করেনি। ১৪ বছর মমতা করেনি। ২৬-এ বিজেপিকে আনুন। কেলেঘাই, কপালেশ্বরীর মতো ঘাটাল মাস্টার প্ল্যান বিজেপিই করবে।' রাজ্যের মন্ত্রী যখন কেন্দ্রীয় এজেন্সির অফিসে গিয়ে হাজিরা দিচ্ছেন, তখন রাজ্যের বিরোধী দলনেতা আক্রমণ শানাচ্ছেন রাজ্যের শাসক দলেরই এক স্টার সাংসদকে। ঘাটালের ছবি বলছে বঙ্গে বর্ষা ভারী। আর এই ঘাটালকে ঘিরে ঘুরছে বঙ্গ রাজনীতির চাকা।প্রতি বছরের মতোই এবারও বর্ষায় ঘাটালে পরিবহণ বলতে নৌকা। আর ঘাটালের জল নিয়ে রাজনীতির জলও গড়াচ্ছে বহুদূর। বৃহস্পতিবার ঘাটালে দাঁড়িয়ে সেখানকার সাংসদ দেবকে কটাক্ষের সুরে আক্রমণ শানান শুভেন্দু অধিকারী।শুভেন্দু অধিকারী বলেন,'গ্রেট চিটিংবাজ দীপক অধিকারী। ভারতবর্ষে সবচেয়ে কম উপস্থিতি কার? ঘাটালের ৩ বারের এমপি দীপক অধিকারী, দেব। তিনি ভোটের সময় আসেন আর বলেন আই লাভ ইউ।'



















