Recruitment scam: নিয়োগের দাবিতে, সল্টলেকের করুণাময়ীতে অনশন-আন্দোলনে উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীরা | ABP Ananda live
ABP Ananda LIVE: করুণাময়ীতে চাকরিপ্রার্থীদের অনশন আন্দোলন তুলে দিল পুলিশ। অন্যদিকে হাজরা ও রাসবিহারীতে ফের বিক্ষোভে উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীরা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। নিয়োগের দাবিতে, সল্টলেকের করুণাময়ীতে অনশন-আন্দোলনে উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীরা। তিনদিন ধরে খোলা আকাশের নীচে চলছে লড়াই। এখনও পর্যন্ত রাজ্য সরকারের তরফে আলোচনায় বসার কোনও প্রস্তাব মেলেনি বলে চাকরিপ্রার্থীদের দাবি। তাঁদের দাবি ন্যায্য, কিন্তু সরকার বা কমিশন তার সুরাহা করতে পারছে না। এটা বাংলার লজ্জা বলে মন্তব্য করেছেন আন্দোলনকারীরা। বৃহস্পতিবার থেকে সল্টলেকের করুণাময়ীতে অনশন-অবস্থানে বসেছেন উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীরা। দুপুর ১টায় এলাকা খালি করে দেওয়ার কথা। ইতিমধ্যেই পুলিশের তরফে তাঁদের সরে যেতে বলা হচ্ছে।
![WB News: 'আপনারা ভোট নিয়ে চিন্তিত, ভোটারদের নিয়ে নয়', রাজ্যকে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/18/499dbf5d328e53d92a1c6d955616d83c1739898543787535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)