Durga Puja 2025: ৯৫ তম বর্ষে হিন্দুস্তান পার্ক, এবারের থিম হচ্ছে লোকজ
ABP Ananda Live: শিকড়ের সন্ধানে সেরা হিন্দুস্তান পার্ক। এবছর এই পুজো ৯৫ তম বর্ষ। থিম হচ্ছে লোকজ।আজ ষষ্ঠী। দেবীর বোধন। সপরিবারে মা দুর্গার পিতৃগৃহে আগমনের দিন৷ বোধনের পর দেবীর অধিবাস। বিল্ববৃক্ষের তলায় দেবীর আরাধনা। গণেশ, কার্তিক, লক্ষ্মী, সরস্বতী-সপরিবারে একরাত সেখানেই থাকবেন মা। সপ্তমীর সকালে পা দেবেন বাপের বাড়িতে। শহরজুড়ে উৎসবের আমেজ। উত্তর থেকে দক্ষিণ, সব জায়গাতেই এক ছবি।
আরও পড়ুন...
কাটোয়ার তাঁতী পাড়ার সাহাবাড়ির দুর্গাপুজোয় অভিনব রীতি
রুপোর পালকিতে চাপিয়ে কলাবউকে কে নিয়ে কাটোয়ার ভাগীরথী ঘাটে স্নান করাতে নিয়ে আসার রীতি চলছে কাটোয়ার তাঁতী পাড়ার সাহাবাড়ির। সেই রীতি মেনে রুপোর পালকিতে কলা বউকে চাপিয়ে স্নান করানো হলো। ভাগীরথীর ঘাটে। নবপত্রিকা স্নানের পর পালকিতে করে নতুন কলাবউকে নিয়ে যাওয়া হল মন্দিরে।আবার ভাগীরথীর ঘাটে কোথাও দেখা গেল ধামসা মাদলের তালে নাচছে মহিলারা। সকাল থেকে কলা বউকে স্নান করাতে ভিড় কাটোয়ার ভাগীরথীর বিভিন্ন ঘাটে।


















