এক্সপ্লোর
Nurse Agitation: চুঁচুড়া হাসপাতালের সুপারকে ঘেরাও করে বিক্ষোভ নার্সদের
আয়া না রাখলে নাকি মিলবে না চিকিৎসা! সরকারি হাসপাতালের নার্স নাকি দেন এমনই নিদান! সেই নিয়ে শোরগোলের মধ্যেই বিক্ষোভ চুঁচুড়া হাসপাতালে। সুপারের ঘরে ঢুকে তাঁকে ঘেরাও নার্সিং কর্মীদের। রোগী ও নার্সের অনুপাত ঠিক করার দাবি। দাবি উঠল তৃণমূল বিধায়ককে ক্ষমা চাইতে হবে বলেও। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি। ক্ষমা চাওয়ার প্রশ্ন ওঠে না, জানালেন বিধায়ক অসিত মজুমদার। নার্সদের সঙ্গে অসিত দুর্ব্যবহার করেছেন, দাবি বিজেপি-র (BJP)।
আরও দেখুন






















