Hooghly: পুকুর ভরাটের অভিযোগ ঘিরে হুগলির চুঁচুড়ায় অশান্তি
পুকুর ভরাটের অভিযোগ ঘিরে হুগলির চুঁচুড়ায় অশান্তি। শরিকের সঙ্গে বাদানুবাদের সময় হঠাৎ বিজেপি নেতার বয়স্ক বাবাকে সজোরে ধাক্কা পুরপ্রধানের! তেতে ওঠে পরিস্থিতি।
তুমুল বচসার মধ্যেই বিজেপি যুব মোর্চার পরিবারের সদস্যদের বাড়ি লক্ষ্য করে বালি ছুড়তে শুরু করেন কয়েকজন। উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই পুরপ্রধানের সঙ্গে কথা বলছিলেন চুঁচুড়ার বিজেপি যুব মোর্চার সদস্য অঞ্জন তালুকদার। তাঁর বাবা পুরসভার চেয়ারম্যান অমিত রায়ের হাতে হাত রেখে ডাকতে গেলে তৃণমূল নেতা মেজাজ হারিয়ে গায়ে হাত তোলেন! যদিও, তা মানতে নারাজ চেয়ারম্য়ান। তবে, শেষপর্যন্ত এই ঘটনার পর দলের পুরচেয়ারম্যানের এমন আচরণের নিন্দা করে ক্ষমা চেয়ে নেন স্থানীয় তৃণমূল বিধায়ক। যা নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। এনিয়ে বিতর্কের মাঝেই পুরপ্রধান জানিয়েছেন, পুরসভার তরফে পুকুর ভরাটের অভিযোগ থানায় জানানো হবে।






















