Hooghly Update: হুগলির হরিপালে কিশোরীকে শারীরিক নির্যাতনের অভিযোগ। ABP Ananda Live
ABP Ananda Live: হরিপালের ঘটনা নিয়ে পুলিশ ও তৃণমূলকে নিশানা অমিত মালব্যর। রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে ফের প্রশ্ন তুললেন বিজেপির আইটি সেলের প্রধান। 'হুগলির হরিপালে কিশোরীকে ধর্ষণ করে রাস্তার ধারে ফেলে রেখে যাওয়া হয়'। 'নির্যাতিতা যে হাসপাতালে ভর্তি, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ সেই হাসপাতাল ঘিরে রেখেছে'।
আরও খবর,
আর জি কর কাণ্ডের প্রতিবাদে একাধিক জায়গায় বিজেপির পথ অবরোধ। হাওড়া জেলা হাসপাতালে নাবালিকার যৌন নির্যাতন এবং আরজি কর কাণ্ডের প্রতিবাদে হাওড়ায় স্বাস্থ্য দফতর অভিযান। ডিওয়াইএফআই-এর রাজ্য সভানেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের নেতৃত্বে হাওড়ায় স্বাস্থ্য দফতর অভিযান ঘিরে ধুন্ধুমার। ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত রয়েছেন সিপিএম নেত্রী দীপ্সিতা ধর। ডেপুটেশন জমার কর্মসূচিতে পুলিশি-বাধার অভিযোগ তুলে ক্ষোভ জানিয়েছেন তিনি। দীপ্সিতা ধরের অভিযোগ, 'আমাদের পূর্বঘোষিত কর্মসূচি ছিল। ডেপুটেশন দিতে যাওয়ার কথা ছিল। হাঙ্গামা হওয়ার কথা নেই। আমাদের কাছে অস্ত্র নেই। যেদিন সুপারকে ঘেরাও করেছিলাম। এই শর্তেই ঘেরাও তুলেছিলাম যে সিএমওএইচ-এর কাছে ডেপুটেশন দেব। পুরো রাস্তাটা কর্ডন করে রেখেছে। একটা ডেপুটেশনে কেন এত ভয়?