Howrah News: চোলাই মদ বিক্রিকে কেন্দ্র করে রণক্ষেত্র হাওড়ার জগৎবল্লভপুর, ঠেকে ভাঙচুর মহিলাদের | ABP Ananda LIVE
চোলাই মদ বিক্রিকে কেন্দ্র করে রণক্ষেত্র হাওড়ার জগৎবল্লভপুর। চোলাই মদের ঠেকে ভাঙচুর চালান গ্রামের মহিলারা। মহিলাদের অভিযোগ, চোলাইয়ের ঠেকের জন্য এলাকায় প্রতিদিন অশান্তির ঘটনা ঘটছে। পুলিশে অভিযোগ জানিয়েও কোনও কাজ হয়নি বলে দাবি। পুলিশ সক্রিয় না হওয়ায় চোলাই মদের ঠেকে ভাঙচুর চালানো হয় বলে দাবি মহিলাদের।
অন্যদিকে NEET-UG প্রশ্নফাঁসকাণ্ডে মহরাষ্ট্র থেকে প্রথম গ্রেফতার। লাতুর থেকে ধৃতের নাম জলিল খান পাঠান। ৩ শিক্ষক সহ ৪ জনের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে প্রতারণা ও অপরাধমূলক ষড়যন্ত্রের ধারায় মামলা রুজু। দুই শিক্ষককে জিজ্ঞাসাবাদ করেছে মহারাষ্ট্র পুলিশের সন্ত্রাসদমন শাখা। NEET-UG প্রশ্নফাঁসকাণ্ডে তদন্ত শুরু করেছে CBI-ও। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের লিখিত অভিযোগের প্রেক্ষিতে শুরু হয়েছে তদন্ত। IPC ৪২০ ও ১২০(বি) ধারায় মামলা রুজু করছে CBI. পাটনা ও গোধরায় পাঠানো হয়েছে স্পেশাল টিম। 'কেউ যেন বাদ না যায়, সব অভিযোগের তদন্ত করতে হবে। CBI-কে নির্দেশ দিয়েছে শিক্ষামন্ত্রক', খবর সূত্রের। খতিয়ে দেখতে হবে পরীক্ষা পরিচালনা ও বৃহত্তর ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত সরকারি কর্মীদের ভূমিকাও।