Howrah News : শাসক সহ একাধিক শ্রমিক সংগঠনের হুমকি ! বন্ধ হয়ে গেল হাওড়ার জুট মিল
ABP Ananda LIVE : শাসক সহ একাধিক শ্রমিক সংগঠনের হুমকি ! বন্ধ হয়ে গেল হাওড়ার জুট মিল। ঝুলিয়ে দেওয়া হয়েছে সাস্পেনশজনের নোটিস ।অনির্দিষ্টকালের জন্য বন্ধ কারখানা ।কর্মহীন হয়ে পড়েছেন প্রায় ১৪০০ শ্রমিক।শ্রমিকদের বকেয়া মেটাতে গতকাল ডেপুটেশন দেওয়া হয়।
আধিকারিককে বেধড়ক মার, বন্ধ হয়ে গেল অকল্যান্ড জুট মিল ! কর্মহীন বহু শ্রমিক
আধিকারিককে বেধড়ক মার, বন্ধ হয়ে গেল অকল্যান্ড জুট মিল। আক্রান্ত অকল্যান্ড জুট মিলের প্রোডাকশান ম্যানেজার । 'হামলায় অভিযুক্তরা সবাই তৃণমূলের শ্রমিক সংগঠনের সঙ্গে যুক্ত'।জগদ্দলের অকল্যান্ড জুট মিলে হামলায় অভিযোগ বিজেপির । মিলের মধ্যেই শ্রমিকদের মার, হাসপাতালে ভর্তি মিল আধিকারিক । মিল আধিকারিককে মার, বন্ধ করা দেওয়া হল অকল্যান্ড জুট মিল । অশান্তির জেরে বন্ধ জুট মিল, কর্মহীন প্রায় ৪ হাজার শ্রমিক। তোলাবাজিতে সবাই অতিষ্ঠ, অভিযোগ বিজেপি নেতা অর্জুন সিংহের।


















