Kashmir:BSF জওয়ানকে ছাড়তে বাধ্য হল পাকিস্তান, প্রধামন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে পোস্ট সুকান্ত মজুমদারের
ABP Ananda Live: ভারতের চাপের মুখে বাংলার BSF জওয়ানকে ছাড়তে বাধ্য হল পাকিস্তান। প্রধামন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে পোস্ট সুকান্ত মজুমদারের।
রাজ্যে ফের নিম্নমানের ও জাল ওষুধের হদিশ
রাজ্যে ফের নিম্নমানের ও জাল ওষুধের হদিশ। রাজ্যের ৫১ টি ওষুধের নমুনা পরীক্ষায় ফেল। সেই ওষুধগুলি নির্দিষ্ট ব্যাচ নম্বর দিয়ে বিজ্ঞপ্তি রাজ্য ড্রাগ কন্ট্রোলের। সমস্ত খুচরো ও পাইকারি বিক্রেতাদের বাজার থেকে ওই ওষুধগুলি প্রত্যাহার করার নির্দেশ। ৫১টি ওষুধের নমুনার মধ্যে রয়েছে অ্যান্টিবায়োটিক, রক্তচাপ নিয়ন্ত্রণের ওষুধ। সংক্রমণ প্রতিরোধের জন্য জরুরি। অ্যান্টিবায়োটিক, স্নায়ু রোগীদের জন্য ওষুধ রয়েছে। ৫১ টি ওষুধের নমুনায় রয়েছে জীবনদায়ী ও এলার্জির ওষুধ।
হেলগাঁওয়ে হিন্দু নিধন, পাকিস্তানকে প্রত্যাঘাতের পরও অ্যাকশনে বাহিনী
পহেলগাঁওয়ে হিন্দু নিধন, পাকিস্তানকে প্রত্যাঘাতের পরও অ্যাকশনে বাহিনী। কাশ্মীরে জঙ্গিদের খোঁজে লাগাতার তল্লাশি সেনা, আধাসেনা, পুলিশের


















