Sourav Ganguly Accident:দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিলেন, এখন কেমন আছেন সৌরভ?
ABP Ananda Live: বৃহস্পতিবার একটি ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। উদ্বিগ্ন হয়ে পড়েন ক্রিকেটপ্রেমীরা। বর্ধমানে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার কবলে পড়েন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। তারপরই উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে সর্বত্র। কেমন আছেন সৌরভ? জাতীয় দলের প্রাক্তন অধিনায়কের কোনও শারীরিক কোনও ক্ষতি হয়নি তো?
সেই ঘটনার পর শুক্রবার নিজেই আপডেট দিলেন সৌরভ। আশ্বস্ত করলেন অসংখ্য ভক্ত ও অনুরাগীদের। শুক্রবার মধ্য কলকাতার এক অনুষ্ঠানে সৌরভকে তাঁর গাড়ি দুর্ঘটনার কবলে পড়া নিয়ে জানতে চাওয়া হয়েছিল। সৌরভ জানান, তিনি সম্পূর্ণ সুস্থ। গোটা ঘটনার বিবরণও দেন কিংবদন্তি ক্রিকেটার।
সৌরভ জানান, যে গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটি তাঁর ছিল না। বন্ধুর গাড়ি ছিল। সৌরভ বলেন, 'ওটা আমার বন্ধুর গাড়ি ছিল। সামনে কনভয় ছিল। তারপর আমার বন্ধুর গাড়ি ছিল। তারপর অ্যাম্বুলেন্স ছিল। তারপর আর একটা কনভয় ছিল। হাইওয়েতে কোনও একটা গাড়ি ট্র্যাক থেকে বেরিয়ে গেলেই সমস্যা হয়।'



















