(Source: ECI/ABP News/ABP Majha)
গ্রুপ ডি মামলায় ১৯১১ জনের বেতন ফেরতের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ
গ্রুপ ডি মামলায় ১৯১১ জনের বেতন ফেরতের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ। সিঙ্গল বেঞ্চের নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চের
সিঙ্গল বেঞ্চের বাকি নির্দেশ বহাল। আত্মপক্ষের সুযোগ না দিয়েই রায় দিয়েছে সিঙ্গল বেঞ্চ, দাবি চাকরিহারাদের আইনজীবীর। কীসের ভিত্তিতে সুপারিশপত্র প্রত্য়াহার করেছে কমিশন? প্রশ্ন চাকরিচ্যুতদের। যে ওএমআর শিটের ভিত্তিতে সব পদক্ষেপ, তার গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন। ১৯১১ জনের চাকরি বাতিল এবং বেতন ফেরত দেওয়ার নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলা। 'অনেক ভুল হয়েছে, এখন সংশোধন করার সময় এসেছে, আমরা সেটাই করছি''কোনও দুর্নীতির জন্য প্রতিষ্ঠানের বদনাম হতে দেওয়া যায় না''দেড় বছর সময় লেগেছে কমিশনের যুধিষ্ঠির হতে, একদিনে হয়নি', সওয়াল কমিশনের। 'কমিশনের অবস্থা লেডি ম্যাকবেথের মতো', মন্তব্য বিচারপতি তালুকদারের