JU News: নাগরিক মিছিলে আন্দোলনকারী পড়ুয়ারা, মিছিলে উপস্থিত আহত ছাত্রের বাবা
ABP Ananda Live: যাদবপুরকাণ্ডে চড়ছে পারদ, প্রতিবাদে আজ নাগরিক মিছিলের ডাক। মিছিলের ডাক দিয়েছেন ওই বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী পড়ুয়ারা। শিক্ষার্থী সমাজের ওপর তৃণমূল-বিজেপির আক্রমণের অভিযোগ পড়ুয়াদের। দুপুর তিনটেয় বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে জমায়েতের ডাক দিয়েছেন পড়ুয়ারা। সোমবার দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ডেডলাইন পড়ুয়াদের। ডেডলাইনের মধ্যে কর্তৃপক্ষের কেউ আলোচনায় না বসলে, শাটডাউনের হুঁশিয়ারি।
শুধু উত্তরপ্রদেশ, হরিয়ানা, গুজরাত নয়, পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় বাংলাদেশিও!
শুধু উত্তরপ্রদেশ, হরিয়ানা, গুজরাত নয়, পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় বাংলাদেশিও! এ-রাজ্যের ভোটার তালিকায় বাংলাদেশের নাগরিকের নাম! পূর্বস্থলীর ভোটার তালিকায় বাংলাদেশের নাগরিক ভৃগুরাম দাস! বাংলাদেশের ভোটার কার্ড থাকা সত্ত্বেও এ-রাজ্যের ভোটার তালিকায়! ভৃগুরাম দাসকে 'ভূতুড়ে' ভোটার বলে দাবি তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের।


















