Jadavpur Universuty : JU কর্তৃপক্ষকে ডেডলাইন, চিকিৎসাধীন উপাচার্য, মিছিলে পড়ুয়ারা
ABP Ananda LIVE : আলোচনায় বসার জন্য় বিশ্ববিদ্য়ালয় কর্তৃপক্ষকে ডেডলাইন বেঁধে দিয়েছে যাদবপুরের পড়ুয়ারা। ক্য়াম্পাস থেকে গোলপার্ক পর্যন্ত নাগরিক মিছিল করে তারা। অন্য়দিকে, এই টানাপোড়েনের আবহে হাসপাতালে চিকিৎসাধীন আছেন উপাচার্য।
Kumortuli Case: টাকাপয়সা-সোনাদানা-সম্পত্তি থাকাই কাল হল সুমিতা ঘোষের!
টাকাপয়সা-সোনাদানা-সম্পত্তি থাকাই কাল হল সুমিতা ঘোষের। কুমোরটুলিতে ট্রলি ব্যাগে দেহ উদ্ধারের ঘটনায় মা-মেয়ের লোভের শিকার পিসি শাশুড়ি সুমিতা। এমনটাই মনে করছেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে খবর, কলকাতা, লেকটাউন ও অসমের জোড়হাটে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল সুমিতার। অগাধ সম্পত্তির মালিক ছিলেন ওই মহিলা। লেকটাউনে বাড়ি ছিল সুমিতার। যে বাড়িতে সুমিতার এক ভাই থাকতেন। কিন্তু সম্প্রতি সুমিতা চেয়েছিলেন শ্বশুরবাড়িতে ফিরে যেতে। তাই ফাল্গুনী ও এক আইনজীবীকে নিয়ে পূূর্ব বর্ধমানের নাদনঘাটে গিয়ে দেখা করেছিলেন স্বামীর সঙ্গে। কিন্তু সুমিতার স্বামী রাজি হননি ভাঙা সম্পর্ক জোড়া লাগাতে। সম্পত্তি, সোনার গয়না এবং টাকাপয়সা হাতাতেই সুমিতাকে খুনের ছক কষেন ফাল্গুনী ও তাঁর মা আরতি ঘোষ। এমনটাই মনে করছে পুলিশ।


















