Jalpaiguri News: জলপাইগুড়িতে নাবালিকাকে নির্যাতন করে হত্যা, ৩জনের মৃত্যুদণ্ড
ABP Ananda LIVE: জলপাইগুড়িতে নাবালিকাকে গণধর্ষণ করে খুন, ৩জনের মৃত্যুদণ্ড । অগাস্ট, ২০২০: অপহরণের পর গণধর্ষণ, খুন করে সেপটিক ট্যাঙ্কে দেহ নাবালিকাকে ধর্ষণ-খুন, পকসো আদালতে ৩জনের ফাঁসির নির্দেশ । 'অপহরণ করে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে গণধর্ষণ' । গণধর্ষণের পর খুন, ১০দিন পরে দেহ উদ্ধার: সরকারি আইনজীবী । ২৭জনের সাক্ষ্যগ্রহণ, গতকাল ৩জন দোষী সাব্যস্ত
আরও খবর...
জলপাইগুড়িতে তৃণমূল নেতার গাড়িতে মদের আসর, সঙ্গী বিজেপি নেত্রী ! এমনই গুরুতর অভিযোগ উঠেছে। ডুয়ার্সের আপালচাঁদ জঙ্গলের রাস্তায় তৃণমূল নেতার গাড়িতে চলছিল পার্টি। গাড়িতে ছিলেন তৃণমূল নেতা পঞ্চানন রায় এবং বিজেপি নেত্রী দীপা বণিক, এমনই অভিযোগ উঠেছে। জানা গিয়েছে, পঞ্চানন রায় ক্রান্তি পঞ্চায়েত সমিতির সভাপতি। অন্যদিকে দীপা বণিক বিজেপির মহিলা মোর্চার জেলা সভানেত্রী। এক গাড়িতে প্রতিপক্ষ দুই নেতা-নেত্রীর একটি ভিডিও ভাইরাল হয়েছে ইতিমধ্যেই। আর এই ভিডিও ভাইরাল হতেই অস্বস্তিতে পড়েছে তৃণমূল-বিজেপি উভয় পক্ষই।


















