Jawhar Sircar: 'আমি আর থাকতে পারছি না...সম্ভব না', কেন সরে যেতে চান জহর সরকার? ABP Ananda Live
'আমি সব কারণ বুঝিয়ে দিয়েছি চিঠিতে। পরে আমার কিছু আর বলার নেই। আমি আর থাকতে পারছি না। সম্ভব না', আরজি করের ব্যাপারে যেভাব করছে তা একেবারেই ঠিক নয় বলে জানিয়েছেন জহর সরকার।
আর জি কর-কাণ্ডের প্রতিবাদ, তৃণমূলের সাংসদ পদ ছাড়ছেন জহর সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে সাংসদ পদ ছাড়ার ঘোষণা জহর সরকারের। রাজ্যসভার সাংসদ পদ ছাড়ার ঘোষণা জহর সরকারের। তৃণমূলের সাংসদ পদ ও রাজনীতি ছাড়ার ঘোষণা জহর সরকারের। 'কিছু আমলা ও দুর্নীতিগ্রস্তের পেশিশক্তির আস্ফালনই মানুষের এই স্বতঃস্ফূর্ত ক্ষোভের কারণ, কোনও সরকারের বিরুদ্ধে মানুষের এমন ক্ষোভ ও অনাস্থা আমি আগে দেখিনি, আর জি কর-কাণ্ডে আপনার সক্রিয় হস্তক্ষেপ আশা করেছিলাম, এখন সরকার যে পদক্ষেপ নিচ্ছে, খুবই সামান্য, অনেক দেরি হয়ে গিয়েছে, মানুষের এই স্বতঃস্ফূর্ত বিক্ষোভে রাজনীতির রং লাগানো হচ্ছে', রাজ্যকে বাঁচাতে কিছু একটা করুন, মুখ্যমন্ত্রীকে চিঠি জহর সরকারের। '২০২২-এ সংবাদমাধ্যমে তৎকালীন শিক্ষামন্ত্রীর দুর্নীতির খোলাখুলির প্রমাণ দেখেছিলাম, দুর্নীতি রুখতে দলকে সক্রিয় হতে বলায় অনেক বর্ষীয়ান নেতা আমাকে হেনস্থা করেছিলেন, আপনি দুর্নীতির বিরুদ্ধে আপনার লড়াই চালিয়ে যাবেন, এই আশায় তখন পদত্যাগ করিনি। রাজ্যের এই দুর্নীতি ও দলের নেতাদের একাংশের এই দাপট দেখে আমি হতাশ। রাজ্য সরকার পরিস্থিতি সামলাতে পারছে না।' মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে সাংসদ পদ ও রাজনীতি ছাড়ার ঘোষণা জহর সরকারের