Jayanta Singh: আড়িয়াদহকাণ্ডে গ্রেফতার মদন-ঘনিষ্ঠ জয়ন্ত, টাকা নিয়ে ওড়িশায় পালানোর পরিকল্পনা ছিল অভিযুক্তের, দাবি পুলিশের
ABP Ananda Live: আড়িয়াদহে মা এবং ছেলেকে রাস্তায় ফেলে বেধড়ক মারধরের ঘটনায় মূল অভিযুক্ত জয়ন্ত সিংকে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ। বিরোধীরা বলছেন, শাসকদলের যথেষ্ট ঘনিষ্ঠ এই জয়ন্ত। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়েছে একাধিক ছবি। আড়িয়াদহে গণপিটুনির পরই উত্তরবঙ্গে গা ঢাকা দেয় জয়ন্ত। নিজের গাড়ি চালিয়ে উত্তরবঙ্গে পালায় অভিযুক্ত তৃণমূল কর্মী। উত্তরবঙ্গে ২ দিনে দুটি রিসর্ট বদলায় মদন-ঘনিষ্ঠ জয়ন্ত। তবে টাকা শেষ হয়ে যাওয়ায় কলকাতায় ফিরে আসে সে। পুলিশ সূত্রে খবর, ডানলপে ইন্ডিয়ান স্ট্যাটিসটিকাল ইন্সটিটিউটের কাছে, এক আত্মীয়কে সম্ভবত টাকা নেওয়ার জন্য ডেকে পাঠায় জয়ন্ত। তখনই তাকে গ্রেফতার করে পুলিশ। টাকা নিয়ে ওড়িশায় পালিয়ে যাওয়ার কথা ছিল অভিযুক্তের, এমনটাই দাবি পুলিশের। অন্যদিকে এখনও হাসপাতালে চিকিৎসাধীন আড়িয়াদহের ওই মা এবং তাঁর কলেজ পড়ুয়া ছেলে। আজ দক্ষিণেশ্বর থানায় নতুন করে অভিযোগ জানিয়েছেন আহত যুবকের বোন।