Jayanta Singh: চাপের মুখে অবশেষে অট্টালিকাকে অবৈধ বলে ঘোষণা পুরসভা, এতদিন কেন হয়নি? উঠছে প্রশ্ন
ABP Ananda LIVE: গ্রেফতারির পরেও সমান বেপরোয়া আড়িয়াদহের অত্যাচারী। চাপের মুখে অবশেষে অট্টালিকাকে অবৈধ বলে ঘোষণা করল পুরসভা। এতদিন কেন হয়নি? উঠছে প্রশ্ন। অবৈধ অট্টালিকা, তাও ছাড়?
কোথাও সালিশি মাতব্বরি। কোথাও আবার তোলা না পেয়ে তাণ্ডব, গুন্ডাগিরি। চোপড়া, আড়িয়াদহ থেকে কাশীপুর। দিকে দিকে দুষ্কৃতী-দৌরাত্ম্য। নাম জড়াচ্ছে শাসক নেতাদের। তৃণমূলের একাধিক সাংসদ-বিধায়কের পাশে পাশে দেখা গিয়েছে আড়িয়াদহের জয়ন্ত সিংহের একাধিক ছবি। ঠিক তেমনই আবার কাশীপুরে প্রোমোটারের ওপর হামলায় মূল অভিযুক্ত তৃণমূল কর্মী অভিজিৎ মণ্ডল ওরফে রানার ছবি দেখা যাচ্ছে কাশীপুর বেলগাছিয়ার তৃণমূল বিধায়ক তথা কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষের সঙ্গে।
১৩ বছর পর ঠাকুরনগরের মতুয়া বাড়ির প্রেস্টিজ ফাইটে জয় তৃণমূলের। দফায় দফায় বিজেপি প্রার্থীকে ঘিরে স্লোগান তৃণমূলের। প্রথমে গণণা কেন্দ্রে বিজেপি প্রার্থী বিনয়কুমার বিশ্বাসকে দেখে জয় বাংলা স্লোগান দেন তৃণমূল কর্মী-সমর্থকরা। পরে গণনা কেন্দ্র থেকে বেরনোর সময়েও পরাজিত বিজেপি প্রার্থীকে ঘিরে জয় বাংলা স্লোগান দেন শাসক দলের কর্মীরা।