Jaynagar Incident: জয়নগরকাণ্ডে ১৩ জনের বিরুদ্ধে FIR, এখনও পর্যন্ত গ্রেফতার মাত্র ২
ABP Ananda LIVE: রাতে পুলিশের সামনেই হুমকি, সকালে পিটিয়ে খুন। জয়নগরে প্রতিবাদীকে পিটিয়ে খুনে বিস্ফোরক অভিযোগ। ১৩ জনের বিরুদ্ধে FIR, এখনও পর্যন্ত গ্রেফতার মাত্র ২। পুলিশ-প্রশাসনকে সব জানিয়েও কিছুই না হওয়ার অভিযোগ। ২-১জনকে গ্রেফতার করে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে পুলিশ। হামলাকারীরা তৃণমূলের, বিধায়কের দাবি উড়িয়ে পাল্টা গ্রামবাসী। মত্ত দুষ্কৃতীদের বিরুদ্ধে সরব হওয়াতেই সায়েমকে পিটিয়ে খুন। সন্ধে হলেই বসত মদ-জুয়ার আসর, রেহাই পেত না মহিলারাও।
এবার অনুব্রত মণ্ডলের ওপর কি আস্থা হারাচ্ছেন শাসক দলের নেতা-কর্মীরাই?
কুকথা কাণ্ডে ৬দিন পার, এখনও হাজিরা দিলেন না অনুব্রত । অনুব্রত-প্রশ্নে এখনও হাত গুটিয়ে বসে পুলিশ! এখনও কোনও কড়া পদক্ষেপ নয়, আদৌ সক্রিয় হবে পুলিশ? অনুব্রতকে ২ বার তলব পুলিশের, ২ বারই তলব অগ্রাহ্য। ২ বারই অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা দেননি অনুব্রত। আইসি-কে কদর্য ভাষায় গালিগালাজের পরও বহাল তবিয়তে কেষ্ট । TMCP নেতাকে সাসপেন্ড করলেও স্রেফ ক্ষমাতেই অনুব্রতকে মা।

















