এক্সপ্লোর
Joynagar Incident:তৃণমূল নেতা 'খুনের' পাল্টা 'খুন', পর পর বাড়িতে আগুন লাগানোর অভিযোগ জয়নগরে।ABP Ananda LIVE
তৃণমূল নেতা 'খুনের' পাল্টা 'খুন', পর পর বাড়িতে আগুন লাগানোর অভিযোগ জয়নগরে। কাকভোরে জয়নগরে তৃণমূল নেতা খুনের অভিযোগ, ৫ কিমি দূরের গ্রামে তাণ্ডব। জয়নগরে তৃণমূলের অঞ্চল সভাপতিকে গুলি করে খুনের অভিযোগ। পাল্টা আততায়ী অভিযোগে একজনকে পিটিয়ে খুনের অভিযোগ। আহত আরও ১। বামনগাছি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধানের স্বামী সইফুদ্দিন লস্করকে গুলি করে খুন করা হয় বলে দাবি। বাড়ির কাছেই শ্যুটআউট, পাল্টা তাড়া করে এক অভিযুক্তকে পিটিয়ে খুন। তৃণমূল নেতা খুনের পরে ৪ ঘণ্টা ধরে ৫ কিমি দূরের গ্রামে তাণ্ডব।
গ্রাম ঘিরে সিপিএম কর্মী-সমর্থকদের বাড়িতে আগুন, মারধরের অভিযোগ।
জেলার
চিকিৎসক অভিজিৎ চৌধুরীর উদ্যোগে,বীরভূমের নগরী গ্রামে শুরু হল ভ্রাম্য়মান লাইব্রেরি পরিষেবা
আরও দেখুন



















