Kakdwip News: মনোজিতের মতো কাকদ্বীপ কলেজেও অস্থায়ী কাজ করছেন TMCP-র ৭ নেতা, কর্মী !
ABP Ananda LIVE: TMCP করলেই কলেজে চাকরি মেলে? অভিযোগ, মনোজিৎ মিশ্রর মতো কাকদ্বীপ কলেজেও অস্থায়ী কাজ করছেন TMCP-র ৭ নেতা, কর্মী! ২০২২ সালে শাসকদলের ছাত্র সংগঠনের ওই নেতা, কর্মীকে এই কলেজে নিয়োগ করা হয় । কাকদ্বীপ কলেজের প্রাক্তন ছাত্র ও AVBP নেতা নিপুণ দাসের অভিযোগ, এই নিয়োগের বিরোধিতা করায় ২০২৩ সালে ইউনিয়ন রুমে ঢুকিয়ে তাঁকে মারধর করা হয়। কাকদ্বীপ থানায় অভিযোগ জানিয়েও কাজ হয়নি বলে অভিযোগ। ৭ TMCP কর্মীকে কলেজে অস্থায়ী হিসেবে নিয়োগের কথা স্বীকার করেছেন কাকদ্বীপের তৃণমূল বিধায়ক মন্টুরাম পাখিরা। কাকদ্বীপ কলেজের । অধ্যক্ষ শুভঙ্কর চক্রবর্তী জানিয়েছেন, তিনি এই কলেজে যোগ দেওয়ার আগে গভর্নিং বডি এই নিয়োগের সিদ্ধান্ত নেয়।
আরও খবর...
কাটোয়ার রাজুয়া গ্রামে পরিত্যক্ত বাড়িতে বোমা বিস্ফোরণকাণ্ডে মৃত ১। মৃত বরকত শেখ বীরভূমের নানুরের বাসিন্দা। স্থানীয়দের অভিযোগ ছিল, বাইরে থেকে দুষ্কৃতী এনে বোমা বাঁধা হচ্ছিল। অভিযোগের আঙুল ছিল স্থানীয় দুষ্কৃতী তুফান চৌধুরীর দিকে। তুফান নিজেও বোমা বিস্ফোরণে জখম হয়ে হাসপাতালে ভর্তি। পুলিশ জানিয়েছে, তুফান দাগি দুষ্কৃতী। তুফানের বিরুদ্ধে চুরি, ডাকাতি-সহ একাধিক অভিযোগ রয়েছে। ১০ দিন আগে জেল থেকে ছাড়া পায় তুফান। জেল থেকে বেরিয়ে সে কেন বোমা বাঁধছিল? কার নির্দেশে বোমা বাঁধা হচ্ছিল? বহিরাগতরা গ্রামে ঢুকল কীভাবে? পুলিশ কী করছিল? উঠছে একাধিক প্রশ্ন।




















