Kakdwip News | সোনারপুরের পর কাকদ্বীপ, ফের ইউনিয়ন রুমে ম্যাসাজ বিতর্ক | ABP Ananda LIVE
ABP Ananda Live: সোনারপুরের পর কাকদ্বীপ, ফের ইউনিয়ন রুমে ম্যাসাজ বিতর্ক। কাকদ্বীপের সুন্দরবন মহাবিদ্যালয়ে ইউনিয়ন রুমে ম্যাসাজ! ইউনিয়ন রুমে রীতিমতো বিছানা-বালিশ পেতে ম্যাসাজ! বহিরাগত যুবকের ম্যাসাজের ভাইরাল ভিডিওয় তোলপাড়। ঘটনার কথা স্বীকার বহিরাগত যুবক দেবজ্যোতি পালের।
পশ্চিম মেদিনীপুরের পর এবার মুর্শিদাবাদের সুতি। সুতির ১ নম্বর ব্লকে বেহাল রাস্তা, খাটিয়ায় চাপিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হল অন্তঃসত্ত্বাকে
পশ্চিম মেদিনীপুরের পর এবার মুর্শিদাবাদের সুতি। সুতির ১ নম্বর ব্লকে বেহাল রাস্তা, খাটিয়ায় চাপিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হল অন্তঃসত্ত্বাকে। ২০২৪ সালে এই এলাকায় রাস্তা তৈরির বরাত দেওয়া হয় একটি সংস্থাকে, খবর স্থানীয় সূত্রে। দেড় বছরে এক মিটার রাস্তাও তৈরি করেনি সেই সংস্থা, এমনই অভিযোগ স্থানীয়দের। পথশ্রী প্রকল্পে ১ কিলোমিটার রাস্তা তৈরির জন্য ৩৯ লক্ষ টাকা বরাদ্দ হয়, খবর স্থানীয় সূত্রে।


















