By Election : কালীগঞ্জের উপনির্বাচনে কড়া নির্বাচন কমিশন, সাইলেন্ট পিরিয়ড শুরু সন্ধে ৬ টার পর
ABP Ananda LIVE : ১৯ জুন কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। প্রচারে শেষদিনে হেঁটে ভোট প্রচারে তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ। কালীগঞ্জের উপনির্বাচনে কড়া নির্বাচন কমিশন, সাইলেন্ট পিরিয়ড শুরু সন্ধে ৬ টার পর
উত্তর চব্বিশ পরগনার বাগদার দম্পতিকে বাংলাদেশের নাগরিক সন্দেহে পুুশ ব্যাকের অভিযোগ
বাগদার দম্পতিকে বাংলাদেশে পুশ ব্যাকের পর রায়গঞ্জ সীমান্ত দিয়ে কামব্যাক। উত্তর চব্বিশ পরগনার বাগদার দম্পতিকে বাংলাদেশের নাগরিক সন্দেহে পুুশ ব্যাকের অভিযোগ ওঠে BSF-এর বিরুদ্ধে। ভারতীয় বলে নিশ্চিত হওয়ার পর উত্তর দিনাজপুরের রায়গঞ্জ সীমান্ত দিয়ে গতকাল ফেরত পাঠানো হল বাগদার ওই দম্পতিকে। হরিহরপুর গ্রামের বাসিন্দা ফজের মণ্ডল ও তাঁর স্ত্রী তসলিমা কাজের সূত্রে মুম্বই থাকতেন। অভিযোগ, ১০ জুন বাংলাদেশের নাগরিক সন্দেহে তাঁদের গ্রেফতার করে মুম্বই পুলিশ। অভিযোগ, দম্পতিকে এ রাজ্যে এনে ১৪ জুন রীতিমতো ভয় দেখিয়ে, জোর করে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের কয়লাডাঙি সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠানো হয়। সেখানে তাঁদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ। তৃণমূল সাংসদ মমতা ঠাকুরের দ্বারস্থ হন দম্পতির আত্মীয়রা। এরপর গতকাল রাতে ওই দম্পতিকে ফের ভারতে ফেরানো হয়।


















