Kalimpong Landslides: রাতে ও সকালে ফের ধস নামল কালিম্পঙে! ABP Ananda Live
ABP Ananda Live: টানা বৃষ্টিতে বিপর্যয় ঘনাল বাংলাতেও। রাতে ও সকালে ফের ধস নামল কালিম্পঙে। ১০ নম্বর জাতীয় সড়কের একাধিক জায়গায় ধস নামায় বন্ধ হয়ে গিয়েছে সিকিম যাওয়ার রাস্তা। এরই মধ্যে চিন্তা বাড়াচ্ছে ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখার জোড়া ফলা।
ধসের সঙ্গে উপড়ে নেমে এসেছে বিশাল বিশাল গাছ...।বিচ্ছিন্ন যোগাযোগ। ফুঁসছে নদী। রাস্তার ওপর দিয়ে বইছে ঝরনা। বিশাল ধস নেমেছে রাস্তাতেও। উত্তরবঙ্গে বৃষ্টি-ভোগান্তি চলছেই। ধসের জেরে কালিম্পঙে ফের অবরুদ্ধ ১০ নম্বর জাতীয় সড়ক। ধসের জেরে গত একমাস বন্ধ ছিল শিলিগুড়ি থেকে দার্জিলিং, কালিম্পং যাওয়ার এই জাতীয় সড়ক।
বৃহস্পতিবার রাস্তা চালু হতে না হতে ফের ধসে যায় একাংশ। আটকে পড়ে বহু গাড়ি। ভারী বৃষ্টির জেরে রাতে ও সকালে নতুন করে ধস নামে কালিম্পঙে। তার জেরে ২৯ মাইল এলাকায় রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে যায়। কালিম্পং-শিলিগুড়ি রুটে ব্যাহত হচ্ছে যান চলাচল। রাজার ওয়াকথ্রুর অংশ - রাতে পাঠিয়েছে। সিকিম যাওয়ার লাইফ লাইন দশ নম্বর জাতীয় সড়ক। এই পরিস্থিতিতে লাভা এবং পনবু হয়ে ঘুরপথে চলছে যাতায়াত।