Kanchan Mullick: কাঞ্চনের বিরুদ্ধে হুমকির অভিযোগ, আজও প্রতিবাদ চিকিৎসক সংগঠনের
ABP Ananda Live: কাঞ্চনের বিরুদ্ধে ট্রপিক্যাল মেডিসিনের বিভাগীয় প্রধানকে হুমকির অভিযোগ। গতকালের পর আজও প্রতিবাদ চিকিৎসক সংগঠনের। কর্মসূচি ডক্টর্স ফোরামের।
উত্তপ্ত ভাঙড়ে ফের খুন। ঝরল রক্ত। নৃশংসভাবে খুন হয়ে গেলেন তৃণমূলের অঞ্চল সভাপতি রাজ্জাক খাঁ। স্থানীয় সূত্রে খবর, এই তৃণমূল নেতা যথেষ্ট পরিচিত এলাকায়, বিধায়ক সওকত মোল্লার ঘনিষ্ঠ। স্থানীয়দের দাবি, বৃহস্পতিবার তৃণমূল নেতার রাতে বাড়ি ফিরছিলেন। সেখানেই ঘাপটি মেরে ছিল আততায়ীরা। তৃণমূলের অঞ্চল সভাপতি কাছাকাছি আসতেই তাঁকে পরপর গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়। মাটিতে লুটিয়ে পড়েন রাজ্জাক। মৃত্যু নিশ্চিত করতে এরপর ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ মারে দুষ্কৃতীরা। খুনের ধরন দেখেই পুলিশের অনুমান, অনেকদিন ধরেই তক্কে তক্কে ছিল আততায়ীরা। একেবারে পরিকল্পনামাফইকই খুন করা হয়েছে সওকত মোল্লার ঘনিষ্ঠ এই নেতাকে।
পশ্চিম মেদিনীপুরের পর এবার মুর্শিদাবাদের সুতি। সুতির ১ নম্বর ব্লকে বেহাল রাস্তা, খাটিয়ায় চাপিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হল অন্তঃসত্ত্বাকে
পশ্চিম মেদিনীপুরের পর এবার মুর্শিদাবাদের সুতি। সুতির ১ নম্বর ব্লকে বেহাল রাস্তা, খাটিয়ায় চাপিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হল অন্তঃসত্ত্বাকে। ২০২৪ সালে এই এলাকায় রাস্তা তৈরির বরাত দেওয়া হয় একটি সংস্থাকে, খবর স্থানীয় সূত্রে। দেড় বছরে এক মিটার রাস্তাও তৈরি করেনি সেই সংস্থা, এমনই অভিযোগ স্থানীয়দের। পথশ্রী প্রকল্পে ১ কিলোমিটার রাস্তা তৈরির জন্য ৩৯ লক্ষ টাকা বরাদ্দ হয়, খবর স্থানীয় সূত্রে।



















