Kanchenjunga Train Accident: গত ১ বছরে একের পর এক দুর্ঘটনা! প্রশ্ন রেলের নিরাপত্তা নিয়ে। ABP Ananda Live
প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে মালগাড়ির চালক সিগন্য়াল মানেননি। যদিও দুর্ঘটনার কারণ এখনই স্পষ্ট বলা যাবে না, এমনও জানিয়েছে রেলবোর্ড।
গত এক বছরে একের পর এক ট্রেন দুর্ঘটনা।
২ জুন ২০২৩: বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় ২৯৬ জনের মৃত্যু
২৬ অগাস্ট ২০২৩: মাদুরাইয়ে ট্রেনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৪ জনের মৃত্যু
১১ অক্টোবর ২০২৩: বিহারের বক্সারে দুর্ঘটনার কবলে দিল্লি-কামাখ্যা এক্সপ্রেস, মৃত ৫, আহত ৩০
২৯ অক্টোবর ২০২৩: বিশাখাপত্তনমে দুই প্যাসেঞ্জার ট্রেনের সংঘর্ষে
১৩ জনের মৃত্যু, আহত ৫০
বারবার রেল দুর্ঘটনায় বারবার সামনে এসেছে সিগন্যাল বিভ্রাট বা কোনও ভুল। বারবার একই ঘটনা কেন প্রাণ ঝরছে, উঠছে এমন প্রশ্ন। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস (Kanchenjunga Express Train Accident) ও মালগাড়ির সংঘর্ষের ঘটনায় মৃত্যু হয়েছে মালগাড়ির চালক, সহ চালক এবং এক্সপ্রেসের গার্ডের। মারা গিয়েছেন রেলকর্মীও। একাধিক যাত্রী জখম হয়েছেন।