Kasba Incident : কসবাকাণ্ডে হাইকোর্টে জমা পড়ল তদন্তের অগ্রগতি রিপোর্ট
ABP Ananda LIVE : কসবাকাণ্ডে হাইকোর্টে জমা পড়ল তদন্তের অগ্রগতি রিপোর্ট। হাইকোর্টে মুখবন্ধ খামে তদন্ত রিপোর্ট জমা দিল পুলিশ। গোপন জবানবন্দি ও মেডিক্য়াল রিপোর্ট দেখেন বিচারপতি সৌমেন সেন। রিপোর্টে সন্তুষ্ট নির্যাতিতার পরিবারের আইনজীবী। 'এখনও পর্যন্ত কোনও অভিযোগ নেই, তদন্তে সন্তুষ্ট। রিপোর্টের কপি দেওয়া হোক, তাহলে জানতে পারব তদন্ত কোন পর্যায়ে আছে', আদালতে জানালেন নির্যাতিতার পরিবারের আইনজীবী অরিন্দম জানা। তদন্তের অগ্রগতি নিয়ে ১ মাস পর ফের রিপোর্ট দেবে পুলিশ। হাইকোর্টে রিপোর্ট জমা দিলেন কলেজ কর্তৃপক্ষও। আলাদা হলফনামা জমা দিল কসবা থানা।
এবার আর্থিক প্রতারণার অভিযোগ উঠল খোদ পুলিশ কর্মীর বিরুদ্ধে। সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ। প্রাথমিকে ও সেচ দফতরে চাকরি দেওয়ার নামে 'প্রতারণা' সিঁথি থানার ASI-এর। কনস্টেবল থাকাকালীন অভিযুক্ত ASI নিজের ভাইপোর কাছ থেকে ১২ লক্ষ টাকা চান বলে অভিযোগ। এক পরিচিতকে সেচ দফতরে চাকরি দেওয়ার নামেও প্রতারণা ওই ASI প্রতারণা করেন বলে অভিযোগ। চাকরিপ্রার্থীকে সরকারি দফতরে নিয়ে গিয়ে ২২ হাজার টাকা স্টাইপেন্ড পাইয়ে দেন বলেও অভিযোগ। বাঁকুড়ার বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের। পারিবারিক বিবাদের কারণে মিথ্যা অভিযোগে ফাঁসানোর চেষ্টা, দাবি অভিযুক্ত পুলিশ কর্মীর।


















