Kasba Incident: কসবাকাণ্ডের নেপথ্যে ষড়যন্ত্র ? গ্রেফতার কলেজের নিরাপত্তারক্ষী
ABP Ananda LIVE : কলেজে মনোজিতের দাদাগিরি !কলেজের নিরাপত্তারক্ষীদের হুমকি দেওয়ার অভিযোগ মনোজিতের বিরুদ্ধে।চোখের ইশারায় গার্ডরুম থেকে বেরিয়ে যেতে বলত মনোজিৎ, খবর সূত্রের।মনোজিতের ইশারায় রুম থেকে বেরিয়ে যেতে হত নিরাপত্তারক্ষীদের অভিযোগ কলেজের নিরাপত্তা এজেন্সির কর্ণধারের।'ইউনিয়ন রুমের ভিতরে হকিস্টিক, লোহার রড থাকবে কেন'? প্রশ্ন নিরাপত্তা এজেন্সির কর্ণধারের।'ভাইস প্রিন্সিপাল সবই জানতেন কোনও অ্যাকশন নেননি মনোজিতের বিরুদ্ধে' ।'মনোজিতের দাদাগিরি আগেও চলত, কেউ কোনও প্রতিবাদ করেনি', অভিযোগ কলেজের নিরাপত্তা এজেন্সির কর্ণধারের।
সাউথ ক্যালকাটা গার্লস কলেজে গণধর্ষণের অভিযোগ নিয়ে কলকাতার পুলিশ কমিশনারকে চিঠি দিয়েছ জাতীয় মহিলা কমিশন। চিঠিতে তারা লিখেছে, কলকাতার পুলিশ কমিশনারকে চিঠি লিখে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন চেয়ারপার্সন বিজয়া রাহতকর এবং অবিলম্বে নির্দিষ্ট সময়ের মধ্যে ভারতীয় ন্যায় সংহিতার উপযুক্ত ধারায় তদন্তের নির্দেশ দিয়েছেন। নির্যাতিতাকে চিকিৎসা, মনস্তাত্ত্বিক এবং আইনি সহায়তার পাশাপাশি ভারতীয় ন্যায় সংহিতার ৩৯৬ ধারায় ক্ষতিপূরণের বিষয়েও জোর দিয়েছেন তিনি। তিন দিনের মধ্যে বিস্তারিত অ্যাকশন টেকেন রিপোর্ট চেয়েছে কমিশন।





















