Kasba News: ১ জন নয় ২ জনের মোবাইলে তোলা হয়েছিল নির্যাতনের ভিডিয়ো, পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য
ABP Ananda LIVE : ১ জন নয় ২ জনের মোবাইলে তোলা হয়েছিল নির্যাতনের ভিডিয়ো , পুলিশের হাতে একাধিক ডিজিট্যাল এভিডেন্স।পরিকল্পনা করেই গণধর্ষণ, সবাই বেরিয়ে যাওয়ার পরে টার্গেট করেই কলেজে আটকে দেওয়া হয়েছিল নির্যাতিতাকে। কসবাকাণ্ডে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ।সিসিটিভি, মোবাইলের ভিডিও থেকে মেডিক্যাল রিপোর্ট। কসবাকাণ্ডে নির্যাতিতার অভিযোগের সঙ্গে হুবহু মিলছে পারিপার্শ্বিক প্রমাণ। মিলল ইনহেলারের দাবিও।
SSC Case: 'কেন নতুন বিধি এনে জটিলতা ?', এবার হাইকোর্টের প্রশ্নের মুখে এসএসসি
নতুন পরীক্ষাবিধি নিয়ে এবার হাইকোর্টের প্রশ্নের মুখে SSC. 'পুরনো বিধি অনুযায়ী নিয়োগের নির্দেশের পরে, কেন নতুন বিধি এনে জটিলতা ?', কমিশনকে প্রশ্ন বিচারপতির। 'চিহ্নিত অযোগ্যদের কেন নতুন নিয়োগে অংশ নিতে বারণ করা হল না ? কেন স্পষ্ট করে দেওয়া হল না ৩০ মে-র নিয়োগ বিজ্ঞপ্তিতে ? সোমবারের মধ্যে জানাতে হবে রাজ্য SSC-কে' , নির্দেশ হাইকোর্টের। SSC-র নতুন নিয়োগ বিধি অনুযায়ী, এবার ৬০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে। আগে যা ছিল ৫৫ নম্বরের। নতুন পদ্ধতিতে অ্যাকাডেমিক পারফরম্যান্সের গুরুত্ব হ্রাস করা হয়েছে। শিক্ষাগত যোগ্য়তার জন্য আগে আবেদনকারীরা পেতেন ৩৫। এখন পাবেন ১০। পাশাপাশি, শিক্ষকতার অভিজ্ঞতা ১০ এবং লেকচার ডেমনস্ট্রেশনের জন্য ১০ নম্বর।



















