Kasba News: কসবা থানা এলাকায় পর পর চুরি! বাইপাস সংলগ্ন টেগোর পার্কে পর পর চুরি | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: কসবা থানা এলাকায় পর পর চুরি! বাইপাস সংলগ্ন টেগোর পার্কে পর পর চুরি । একই বাড়িতে একাধিকবার চুরির অভিযোগ । ১৫-২০টি বাড়িতে চুরির অভিযোগ এলাকাবাসীর । চুরির আতঙ্কে ঘুম উড়েছে স্থানীয়দের । কসবা থানায় নালিশেও সুরাহা হয়নি, অভিযোগ বাসিন্দাদের
আরও খবর...
সপ্তাহের প্রথম দিন মেট্রোয় ভোগান্তি। জল জমার সমস্যা মেটার পর ২২ মিনিট পর বেলগাছিয়া মেট্রো স্টেশনে ঝাঁপ। সকাল ১১টা ২০-তে বেলগাছিয়া স্টেশনে দক্ষিণেশ্বরগামী লাইনে ঝাঁপ দেন এক যুবক। তার জেরে আপাতত নিউ গড়িয়া থেকে গিরিশ পার্ক পর্যন্ত মেট্রো চলাচল করছে। এর আগে চাঁদনি চক ও সেন্ট্রাল মেট্রো স্টেশনের মধ্যে আপ ও ডাউন লাইনে জল ঢুকে যাওয়ায় সকাল ৯টা থেকে মেট্রো চলাচল ব্যাহত হয়। নিউ গড়িয়া থেকে ময়দান এবং দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক পর্যন্ত মেট্রো চলাচল করছিল।
সকাল ১০টা ৫৮-য় পরিষেবা স্বাভাবিক হওয়ার পর, ফের মেট্রোয় আত্মহত্যার চেষ্টা।




















