Katwa News: বালিঘাটের লড়াইয়ে প্রাণের বলি? কাটোয়াকাণ্ডে কোণায় কোণায় আতঙ্ক
ABP Ananda LIVE : কাটোয়াকাণ্ডে বালিঘাটের লড়াইয়ে প্রাণের বলি? কাটোয়ার রাজুয়া গ্রামে বিস্ফোরণে উড়ল বাড়ি, মৃত ১, আহত ১ । বিস্ফোরণের তীব্রতায় উড়ল চাল, ভাঙল দেওয়াল। মৃত বরকত কারিগর বীরভূমের নানুরের বাসিন্দা। বহিরাগত এনে বোমা বাঁধার কাজ চলছিল, দাবি এলাকাবাসীর। বোমা বাঁধার সময় বিস্ফোরণ, অনুমান পুলিশের । 'বালিঘাটের দখল নিতেই বোমা বাঁধা হচ্ছিল' । 'ঘটনায় জড়িত প্রাক্তন তৃণমূল কাউন্সিলর জঙ্গল শেখ'। কাটোয়াকাণ্ডে অভিযোগ জেলা তৃণমূল সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের । ২০১৫: খুনের মামলায় গ্রেফতারির পর জঙ্গল শেখকে তৃণমূল থেকে বহিষ্কার। 'আমার ওপর হামলা চালাতেই বোমা বাঁধা হচ্ছিল'। পার্টি অফিসে হামলার পরিকল্পনা ছিল, দাবি কাটোয়ার তৃণমূল বিধায়কের। পুলিশের স্ক্যানারে বিস্ফোরণে জখম জেল ফেরত দুষ্কৃতী তুফান চৌধুরীর। বিস্ফোরণের নেপথ্যে বালিঘাটের দখলদারি, অভিযোগ স্থানীয়দের । বালিঘাটের মালিকদের ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ । টাকা আদায়ের অভিযোগ তুফান চৌধুরী-সহ দুষ্কৃতীদের বিরুদ্ধে। ভয় দেখাতেই বোমা বাঁধা হচ্ছিল, অভিযোগ স্থানীয় বাসিন্দাদের একাংশের।






















