Katwa News: 'পশ্চিমবঙ্গকে অপরাধীদের কারখানা বানিয়েছেন পুলিশমন্ত্রী', কোন প্রসঙ্গে আক্রমণ শঙ্কর ঘোষের
ABP Ananda Live: কাটোয়ায় বিস্ফোরণ, NIA চান খোদ যুব তৃণমূল নেতা! পুলিশি তদন্তে 'অনাস্থা', NIA চান যুব তৃণমূল নেতা! 'নিরাপত্তাহীনতায় ভুগছেন খোদ বিধায়ক, তাই NIA'। NIA চেয়ে হাইকোর্টে যুব তৃণমূলের জেলার সহ সভাপতি । NIA চেয়ে হাইকোর্টে মামলা, ২৫ জুলাই শুনানির সম্ভাবনা। 'কাটোয়া বিস্ফোরণের সঙ্গে সম্পর্ক আছে বালি খাদানের'। তাই তদন্ত করুক কেন্দ্রীয় সংস্থা, দাবি শুভেন্দু দাসের । 'পুলিশ নয়, কেন NIA? দল কারণ জানতে চাইলে বলব'। NIA চেয়ে হাইকোর্টে যাওয়া নিয়ে মন্তব্য বর্ধমানের যুব তৃণমূল নেতার। 'যুব তৃণমূল নেতা হয়েও কীভাবে NIA, তা জানি না'। পুরো বিষয়টি দলকে জানাব, অস্বস্তির মুখে মন্তব্য বিধায়কের । ৪ জুলাই, কাটোয়ার রাজুয়া গ্রামে বিস্ফোরণ, ১জনের মৃত্যু, আহত ১।
Fake Embassy: কাল্পনিক দেশ ওয়েস্টার্কটিকার নকল দূতাবাস ! গাজিয়াবাদে আজব কাণ্ড
ABP Ananda Live: এবার গোটা দূতাবাসই নকল! দিল্লি লাগোয়া গাজিয়াবাদে আজব কাণ্ড । কাল্পনিক দেশ ওয়েস্টার্কটিকার নকল দূতাবাস! উত্তরপ্রদেশ STF-এর অভিযানে নকল দূতাবাসের হদিশ। নকল দূতাবাসের সামনে সার সার লাক্সারি গাড়ি! উত্তরপ্রদেশ STF-এর অভিযানে গ্রেফতার অভিযুক্ত হর্ষবর্ধন জৈন। উদ্ধার ১২টি কূটনৈতিক পাসপোর্ট, বিভিন্ন দেশ ও সংস্থার ৩৪ রকমের নকল স্ট্যাম্প! উদ্ধার স্যাটেলাইট ফোন, বাজেয়াপ্ত ৪৪ লক্ষ ৭০ হাজার টাকা। উদ্ধার কূটনীতিকদের জন্য ব্যবহৃত ১৮টি গাড়ির নম্বর প্লেট। 'নিজেকে লুডোনিয়া, ওয়েস্টার্কটিকার কূটনীতিক বলে পরিচয় দিতেন হর্ষবর্ধন'। 'নিজেকে প্রভাবশালী প্রমাণ করতে বিভিন্ন রাষ্ট্রপ্রধানের সঙ্গে নকল ছবি ব্যবহার'। 'কূটনৈতিকদের ব্যবহৃত নম্বর প্লেট লাগানো লাক্সারি গাড়িতে ঘুরতেন হর্ষবর্ধন'। 'অভিযুক্ত হর্ষবর্ধনের সঙ্গে স্বঘোষিত গডম্যান চন্দ্রস্বামীর যোগাযোগ'। হর্ষবর্ধনের সঙ্গে অস্ত্র কারবারি আদনান খগোশির সঙ্গেও যোগাযোগ, খবর STF সূত্রে।


















