Katwa News: কাটোয়ায় বিস্ফোরণ, পুলিশি তদন্তে 'অনাস্থা', NIA চান খোদ যুব তৃণমূল নেতা! ABP Ananda Live
ABP Ananda Live: কাটোয়ায় বিস্ফোরণ, NIA চান খোদ যুব তৃণমূল নেতা! পুলিশি তদন্তে 'অনাস্থা', NIA চান যুব তৃণমূল নেতা! 'নিরাপত্তাহীনতায় ভুগছেন খোদ বিধায়ক, তাই NIA'। NIA চেয়ে হাইকোর্টে যুব তৃণমূলের জেলার সহ সভাপতি । NIA চেয়ে হাইকোর্টে মামলা, ২৫ জুলাই শুনানির সম্ভাবনা। 'কাটোয়া বিস্ফোরণের সঙ্গে সম্পর্ক আছে বালি খাদানের'। তাই তদন্ত করুক কেন্দ্রীয় সংস্থা, দাবি শুভেন্দু দাসের । 'পুলিশ নয়, কেন NIA? দল কারণ জানতে চাইলে বলব'। NIA চেয়ে হাইকোর্টে যাওয়া নিয়ে মন্তব্য বর্ধমানের যুব তৃণমূল নেতার। 'যুব তৃণমূল নেতা হয়েও কীভাবে NIA, তা জানি না'। পুরো বিষয়টি দলকে জানাব, অস্বস্তির মুখে মন্তব্য বিধায়কের । ৪ জুলাই, কাটোয়ার রাজুয়া গ্রামে বিস্ফোরণ, ১জনের মৃত্যু, আহত ১।
দুধসাদা রংয়ের বাড়ি। দেওয়াল থেকে মূল ফটক, সর্বত্র আভিজাত্যের ছোঁয়া। আর তার সামনে সারি দিয়ে দাঁড়িয়ে একাধিক বিদেশি গাড়ি। কূটনীতিকদের জন্য বরাদ্দ বিশেষ নম্বর প্লেট বসানো প্রত্যেকটি গাড়িতেই। ভিতরের সাজসজ্জাও চমকপ্রদ। ঝাঁ চকচকে দফতর, তাবড় রাষ্ট্রনেতাদের ছবি, বিদেশি মুদ্রা দেখে সত্যি সত্যিই অন্য দেশের দূতাবাস মনে করেছিলেন অনেকে। কিন্তু শেষ পর্যন্ত পর্দাফাঁস হতে দেখা গেল, ভুয়ো দূতাবাস খুলে প্রতারণা চক্র চালাচ্ছিলেন এক ব্যক্তি। (Fake Embassy of West Arctica)
দিল্লির একেবারে কাছে, উত্তরপ্রদেশের গাজিয়াবাদে এই প্রতারণা চক্রের পর্দাফাঁস করেছে রাজ্য পুলিশের বিশেষ টাস্ক ফোর্স (STF). আন্টার্কটিকার ‘মাইক্রোনেশন’ ওয়েস্ট আর্কটিকার নামে ওই ভুয়ো দূতাবাস খুলে বসেছিলেন হর্ষবর্ধন জৈন নামের এক ব্যবসায়ী। বিলাসবহুল দোতলা বাড়িটি ভাড়া নিয়েছিলেন তিনি। রাষ্ট্রনেতাদের সঙ্গে যে ছবি ঝোলানো ছিল ভিতরে, সব ভুয়ো, তৈরি করা। ভুয়ো দূতাবাস খুলে আসলে ছেলেমেয়েদের সঙ্গে প্রতারণা করতেন। বিদেশে চাকরি পাইয়ে দেওয়ার নামে টাকা তুলতেন হর্ষবর্ধন। পাশাপাশি, আর্থিক তছরুপেও যুক্ত ছিলেন। (Uttar Pradesh News)



















