(Source: ECI | ABP NEWS)
Khidirpur News: খিদিরপুরে মর্মান্তিক দুর্ঘটনা ! মাল বোঝাই গাড়ির ধাক্কায় মৃত্যু এক বাইক আরোহীর
ABP Ananda LIVE : খিদিরপুরে মাল বোঝাই গাড়ির ধাক্কায় মৃত্যু এক বাইক আরোহীর। দাঁড়িয়ে থাকা খালি অটোতে ধাক্কা মেরে ফুটপাথে উঠে যায় মালবোঝাই গাড়ি। সেই সময়ে একটি বাইকেও ধাক্কা মারে গাড়িটি। গুরুতর আহত বাইক চালককে SSKM হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ যানজট তৈরি হয় এলাকায়।
‘মহাভারত’ খ্যাত অভিনেতা পঙ্কজ ধীর প্রয়াত। ৬৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অভিনেতা। বহু বছর ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন তিনি। মাঝে অস্ত্রোপচারও হয়। তার পরও ফিরে আসে ক্যান্সার, যে ধাক্কা আর সামলে উঠতে পারেননি। শেষ পর্যন্ত বুধবার মারা গেলেন। (Pankaj Dheer Dies)
পঙ্কজের পরিবারের তরফে এখনও পর্যন্ত কিছু না জানানো হলেও, তাঁর আত্মীয়দের কয়েক জন সংবাদমাধ্যমে মুখ খুলেছেন। তাঁরা জানিয়েছেন, বেশ কিছু বছর ধরেই ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করছিলেন পঙ্কজ। অস্ত্রোপচারও করিয়েছিলেন তিনি। কিন্তু ক্যান্সার ফিরে আসে তাঁর। সেই ধাক্কা আর কাটিয়ে উঠতে পারেননি অভিনেতা। (Bollywood News)





















