Kolkata Metro: জোকা-এসপ্ল্যানেড মেট্রো প্রকল্পে খিদিরপুর থেকে টানেল বোরিংয়ের কাজ শুরু
ABP Ananda LIVE : জোকা-এসপ্ল্যানেড মেট্রো প্রকল্পে খিদিরপুর থেকে টানেল বোরিংয়ের কাজ শুরু। ২টি টানেল বোরিং মেশিন দিয়ে রাস্তা খোঁড়ার কাজ শুরু। খিদিরপুর থেকে ভিক্টোরিয়া মেমোরিয়াল পর্যন্ত ১.৭ কিলোমিটার রাস্তা খুঁড়বে টানেল বোরিং মেশিন। আজ থেকেই কাজ শুরু করেছে দুর্গা বোরিং মেশিন, এরপর কাজ করবে দিব্যা-ও। খিদিরপুর থেকে ভিক্টোরিয়া পর্যন্ত রাস্তা খোঁড়ার ডেডলাইন আগামী বছরের মে মাস।
তৃণমূল নেতার গাড়ির মধ্যে পার্টিতে বিজেপি নেত্রী !
জলপাইগুড়িতে তৃণমূল নেতার গাড়িতে মদের আসর, সঙ্গী বিজেপি নেত্রী! ডুয়ার্সের আপালচাঁদ জঙ্গলের রাস্তায় তৃণমূল নেতার গাড়িতে পার্টি! গাড়িতে তৃণমূল নেতা পঞ্চানন রায় ও বিজেপি নেত্রী দীপা বণিক । পঞ্চানন রায় ক্রান্তি পঞ্চায়েত সমিতির সভাপতি । দীপা বণিক বিজেপির মহিলা মোর্চার জেলা সভানেত্রী । এক গাড়িতে প্রতিপক্ষ দুই নেতা-নেত্রী, ভিডিও ভাইরাল । ভিডিও ভাইরাল হতেই অস্বস্তিতে তৃণমূল-বিজেপি উভয় পক্ষই । ফাঁসানো হয়েছে, দাবি পঞ্চানন রায় ও দীপা বণিক দু'জনেরই । জঙ্গলের রাস্তায় তৃণমূল নেতার গাড়ির মধ্যে চলছিল পার্টি । তৃণমূল নেতার গাড়ির পিছনের সিটে বিজেপি নেত্রী দীপা বণিক । বিজেপি নেত্রী দীপা বণিকের সামনেই রাখা মদের গ্লাস । গাড়ির বাইরে দাঁড়িয়ে প্রশ্ন স্থানীয় বাসিন্দাদের


















