Kolkata News: বেআইনিভাবে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ কীভাবে দুষ্কৃতীদের হাতে? অস্ত্রের দোকানে STF
ABP Ananda Live: অস্ত্রের বৈধ দোকান থেকে বেআইনিভাবে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ কীভাবে দুষ্কৃতীদের হাতে? তদন্তে ধৃত ২ কর্মীকে নিয়ে প্রথমবার বিবাদী বাগের বৈধ অস্ত্র কারখানায় পুলিশ। শেষ পরিণতির আগে কী ঘটেছিল চিত্ত নিবাসে? অন্ধকারে তদন্তকারীরা। বাড়ির সবকটি ক্যামেরার প্লাগ খোলা। ভিডিও আপলোড হয়নি হার্ড ডিস্কে। ভরসা আশপাশের সিসিটিভি ফুটেজ। শেষ পরিণতির আগে কী ঘটেছিল চিত্ত নিবাসে? অন্ধকারে তদন্তকারীরা। বাড়ির সবকটি ক্যামেরার প্লাগ খোলা। ভিডিও আপলোড হয়নি হার্ড ডিস্কে। ভরসা আশপাশের সিসিটিভি ফুটেজ।
মালদায় দুলাল সরকার খুনের পর এবার কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে হুমকি ! ডি কোম্পানির নাম করে টাকার দাবি, না পেলে খুনের হুমকি। গতকাল ফোনে মেসেজ এসেছিল কৃষ্ণেন্দুনারায়ণের কাছে। মেসেজ না দেখায় আজ ফোন করে তৃণমূল নেতাকে হুমকি। ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের। অভিযোগ পাওয়ার পর নিরাপত্তা বাড়ানো হল কৃষ্ণেন্দুনারায়ণের। রাজ্য পুলিশের পাশাপাশি তদন্তে এসটিএফ।


















