![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Kolkata News : ফের দুষ্কৃতী দৌরাত্ম্য বেলঘরিয়ায়, ছিনতাইয়ে বাধা পাওয়ায় ২ রাউন্ড গুলি চালানোর অভিযোগ
ABP Ananda Live : ফের দুষ্কৃতী দৌরাত্ম্য বেলঘরিয়ায়। ছিনতাইয়ে বাধা পাওয়ায় ২ রাউন্ড গুলি চালানোর অভিযোগ। খড়দার পথে উধাও দুষ্কৃতীরা। ব্যস্ত বাজারে গুলি চালনার অভিযোগ ঘিরে আতঙ্ক। এর আগে বেলঘরিয়া, রথতলা এলাকায় একাধিক শ্যুটআউটের ঘটনা ঘটেছে। ১৫ জুন, ভরদুপুরে বেলঘরিয়ায় জনবহুল BT রোডে ব্যবসায়ী অজয় মণ্ডলের গাড়ি ধাওয়া করে এলোপাথাড়ি গুলি চালায় দুষ্কৃতীরা।ব্যবসায়ী অজয় মণ্ডলের গাড়িতে গুলিকাণ্ডে সুবোধ সিং-সহ ১১ জনকে হেফাজতে নেয় পুলিশ।
আরো খবর, বনগাঁয় চলল গুলি, গুলিবিদ্ধ ব্যবসায়ী। গুলিবিদ্ধ ব্যবসায়ীকে নিয়ে যাওয়া হয়েছে বনগাঁ মহকুমা হাসপাতাল। ব্যবসায়ীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায়, তাঁকে বনগাঁ থেকে নিয়ে আসা হচ্ছে কলকাতার হাসপাতালে। ওই ব্যবসায়ীর পেটে গুলি লেগেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। গুলিচালনার পিছনে ব্যবসায়িক শত্রুতা না অন্য কিছু, প্রশ্নের উত্তর খুঁজতে তদন্তে পুলিশ। এবার সিভিক ভলান্টিয়ারকে দিয়ে ভোট প্রচারের অভিযোগ। 'তালডাংরায় উপনির্বাচনের প্রচারে সিভিক ভলান্টিয়ারকে ব্যবহার তৃণমূলের'। এক্স হ্যান্ডলে ছবি পোস্ট করে অভিযোগ শুভেন্দু অধিকারীর। 'সিভিক ভলান্টিয়ার প্রচার করছেন, এমন কোনও তথ্য পাইনি', ঘটনার রিপোর্ট চেয়েছি, জানালেন বাঁকুড়ার এসপি বৈভব তিওয়ারি।
![BJP News: টার্গেট ১ কোটি, সদস্য সংগ্রহে ৫০ লক্ষও পেরোতে পারল না বঙ্গ বিজেপি | ABP Ananda Live](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/10/b280733b7e4f9436b846cf920a8ed9f31736529095417968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![BJP News: আমাদের লক্ষ্য এক কোটি এবং এটা একটা চলমান প্রক্রিয়া ১ কোটি সদস্য পশ্চিমবঙ্গে হবে: শমীক](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/10/6854341351d758a47a6b11f6fd13541f1736528703795968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Santanu Sen: 'আমি নিজেকে তৃণমূলের একজন অনুগত সৈনিক বলে মনে করি', জানালেন সাসপেন্ড তৃণমূল নেতা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/10/71e72cbcaa68319bdc25a212259db76c1736527951950968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Santanu Sen: আর জি কর-কাণ্ডে মুখ খোলার মাসুল? সাসপেন্ড শান্তনু। ABP Ananda Live](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/10/3fd8e452afc2023b9a700416085a4d391736527354250968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Santanu Sen:যদি প্রমাণ করে দেওয়া হত, দলবিরোধী কোন কাজটা করেছি। সেক্ষেত্রে ক্ষমাও চেয়ে নিতাম: শান্তনু](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/10/0d500ae07ffbbd7f2130a5b3bee98d871736526824454968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)