Kolkata News:পরিবহণ সংক্রান্ত লাইসেন্স পাইয়ে দেওয়ার নামে ব্যবসায়ীকে ২৭ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ'
ABP Ananda LIVE: ব্যবসায়ীকে ২৭ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ। অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের অফিসের সামনে নিয়ে গিয়ে 'প্রতারণা'। পরিবহণ সংক্রান্ত লাইসেন্স পাইয়ে দেওয়ার নামে 'প্রতারণা'। রাজ্য সরকারের বিভিন্ন দফতর, কেন্দ্রের বিভিন্ন মন্ত্রকে জানাশোনা আছে বলে দাবি অভিযুক্তর। ওই ব্য়বসায়ী হিলি সীমান্তে আমদানি-রফতানির ব্যবসা করেন। অভিযুক্তকে শেক্সপীয়র সরণি থানা গ্রেফতার করেছে, আজ তোলা হবে আদালতে। ধৃতের বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি এবং অপরাধমূলক ষড়যন্ত্রের জামিনঅযোগ্য ধারায় মামলা।
আর জি কর-কাণ্ডে দুই বক্তব্যের ব্যাখ্যা দিলেন মুখ্যমন্ত্রী। 'আন্দোলনরত ডাক্তারি পড়ুয়া ও তাঁদের আন্দোলনের বিরুদ্ধে একটি মন্তব্যও করিনি'। 'আমিও তাঁদের আন্দোলনকে সম্পূর্ণ সমর্থন করি, এই আন্দোলন ন্যায্য'। 'আমি কখনও তাঁদের হুমকি দিইনি, কিছু মানুষ মিথ্যে দোষারোপ করছেন'। আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের সম্পর্কে গতকালের মন্তব্যের ব্যাখ্যা মুখ্যমন্ত্রীর। গতকালের 'ফোঁস করা' মন্তব্যেরও ব্যাখ্যা মুখ্যমন্ত্রীর। 'গতকাল শ্রীরামকৃষ্ণর কথা উদ্ধৃত করে 'ফোঁস করা' শব্দের ব্যবহার'। 'তিনি মাঝে মাঝেই বলতেন, অপরাধ দেখলে প্রতিবাদে সোচ্চার হতে'। 'রামকৃষ্ণদেবের সেই কথাই আমি গতকালের বক্তৃতায় তুলে ধরেছি'। 'আমি বিজেপির বিরুদ্ধে বলেছি'।'কারণ বিজেপি কেন্দ্রীয় সরকারের সাহায্যে রাজ্যে নৈরাজ্য সৃষ্টি করতে চাইছে'।আমি তারই প্রতিবাদ করেছি, সোশাল মিডিয়ায় পোস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।